দেশ

পুজোর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস সারা দেশে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসে (অক্টোবর) দেশে সার্বিকভাবে স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অক্টোবর মাসে দেশে বিভিন্ন উৎসব পালিত হয়। তারই মধ্যে বেশি বৃষ্টির এই পূর্বাভাস কিছুটা উদ্বেগজনক। তবে এমাসে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ বর্ষাকালের চারটি মাসের তুলনায় অনেকটা কম থাকে। ফলে কিছুটা বেশি বৃষ্টি হলে বড় ধরনের কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। সার্বিকভাবে দেশে দীর্ঘকালীন গড়ের তুলনায় ১১৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশ থেকে বর্ষা বিদায়ের পর লা নিনা পরিস্থিতি তৈরি হবে বলে জানানো হয়েছে। লা নিনা পরিস্থিতি বৃষ্টির মাত্রা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। এবার দেশে সার্বিকভাবে দীর্ঘকালীন গড়ের তুলনায় বেশি বৃষ্টি (১০৮ শতাংশ) হয়েছে। দেশের চারটি অঞ্চলের মধ্যে দীর্ঘকালীন গড়ের চেয়ে কম বৃষ্টি হয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে (৮৬ শতাংশ)। 
আপাতত রাজ্যে পুজোর দিনগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে বলে ইতিমধ্যেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কাল, বৃহস্পতিবার পুজোর দিনগুলির আবহাওয়া নিয়ে দ্বিতীয় পূর্বাভাস দেবে আলিপুর। আবহাওয়া অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, পুজোর ঠিক আগে আরও একটি পূর্বাভাস জারি করা হবে। আপাতত যা ইঙ্গিত তাতে পুজোর সময় রাজ্যে বড় ধরনের প্রাকৃতি দুর্যোগের আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। যেহেতু পুজোর সময়েও রাজ্যে বর্ষা থাকার সম্ভাবনা রয়েছে তাই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 
8d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা