দেশ

জবরদখল করে ধর্মীয় স্থান তৈরি হলে তা সরিয়ে ফেলাই উচিত, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: রাস্তা, ফুটপাত, জলাশয় বা রেলের জায়গা দখল করে মন্দির বা দরগা কিংবা গুরুদ্বার তৈরি হলে তা সরিয়ে ফেলতে হবে। সাধারণ মানুষের সুরক্ষাই অগ্রাধিকার পাবে। মঙ্গলবার ‘বুলডোজার বিচার’ নিয়ে শুনানির সময় এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, তাই উচ্ছেদ অভিযান বা বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে ধর্ম দেখা উচিত নয়। বিজেপি শাসিত রাজ্যে ‘বুলডোজার বিচার’-এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। এদিন বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে তার শুনানি হয়। এদিন আদালত জানিয়েছে, কেউ কোনও অপরাধে অভিযুক্ত হলে, তার ভিত্তিতে সেই ব্যক্তির বাড়ি ভাঙা চলবে না। যদি পুর আইন ভেঙে সেই নির্মাণ তৈরি হয়, তবেই তা ভাঙা যেতে পারে। অনুমতি ছাড়া নির্মাণ ভাঙা সংক্রান্ত যে অন্তর্বর্তী নির্দেশ শীর্ষ আদালত দিয়েছিল, এদিন সেই নির্দেশও বহাল রাখা হয়েছে। এর আগে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছিল, কেউ শুধুমাত্র অভিযুক্ত হলে, এমনকী দোষী হলেও কীভাবে কারও বাড়ি ভেঙে দেওয়া যায়? এদিন বিচারপতিরা সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিকেই গুরুত্ব দিতে চেয়েছেন। 
কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই বুলডোজার ব্যবহার করে তাদের বাড়ি ভেঙে দেওয়ার ‘সংস্কৃতি’ গড়ে ওঠে বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। পরে এই ‘বুলডোজার বিচার’  বিজেপি শাসিত অন্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। এদিন উত্তরপ্রদেশ, গুজরাত ও মধ্যপ্রদেশ সরকারের হয়ে সওয়াল করছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। ডিভিশন বেঞ্চ তাঁকে প্রশ্ন করে, কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ উঠলেই কি বুলডোজার ব্যবহার করা হচ্ছে? সলিসিটার জেনারেল তা অস্বীকার করে দাবি করেন,  সব ক্ষেত্রেই বেআইনি নির্মাণ ভাঙার জন্য আগে থেকে নোটিস দেওয়া হচ্ছে। ডিভিশন বেঞ্চ জানায়, যেহেতু বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েতের আইন আলাদা, তাই এক্ষেত্রে সাধারণ মানুষকে অবহিত করার জন্য অনলাইন পোর্টাল তৈরি করা দরকার। 
8d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা