দেশ

সোনম ওয়াংচুককে আটকের প্রতিবাদে সরব রাহুল, বিক্ষোভ লাদাখে

নয়াদিল্লি: দিল্লির সিঙ্ঘু সীমানায় জলবায়ু কর্মী সোনম ওয়াংচুককে আটক করার প্রতিবাদে ফুঁসে উঠলেন লাদাখবাসী। মঙ্গলবার লেতে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। এই অগণতান্ত্রিক পদক্ষেপের প্রতিবাদে মোদি সরকারকে ধিক্কার জানিয়ে স্লোগানও দেন তাঁরা। নারী-পুরুষ-পড়ুয়া নির্বিশেষে বহু মানুষ সোনম ও তাঁর সঙ্গীদের মুক্তির দাবিতে এদিন পথে নামেন। অমিত শাহর  স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন দিল্লি পুলিসের কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।
ঘটনাটিকে ‘অমার্জনীয়’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতা লেখেন, কৃষকদের চারপাশে মোদিজি চক্রব্যুহ বসিয়েও বিফল হয়েছিলেন। এক্ষেত্রেও তাই হবে। চূর্ণ হবে অহংকার। আপনাকে লাদাখবাসীর কথা শুনতেই হবে মোদিজি। রিয়েল লাইফের ‘রাঞ্চো’ ওয়াংচুকের সঙ্গে প্রবীণ নাগরিকদের আটক নিয়েও প্রশ্ন তোলেন রাহুল।  তাঁর কথায়, সোনম ওয়াংচুক সহ শতাধিক শান্তিপ্রিয় লাদাখবাসীকে আটক করা হয়েছে। যা একেবারেই মেনে নেওয়া যায় না। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এবং সাংবিধানিক অধিকারের দাবিতে তাঁরা আন্দোলন করছেন। লাদাখের ভবিষ্যতের জন্যে আন্দোলন করছেন যাঁরা, তাঁদের কেন এভাবে আটক করা হল? প্রসঙ্গত, পৃথক রাজ্যের মর্যাদা, সংবিধানের ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্তি সহ চারদফা দাবিতে গত ১ সেপ্টেম্বর অনুগামীদের নিয়ে ‘দিল্লি যাত্রা’ শুরু করেন ওয়াংচুক। আজ, মহাত্মা গান্ধীর জন্মদিনে রাজঘাট পৌঁছে তাঁকে স্মরণের মধ্যে দিয়ে পদযাত্রা শেষ করার ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু সোমবার সিঙ্ঘু সীমানায় পদযাত্রা পৌঁছতেই ওয়াংচুকসহ তাঁর ১২০ জন সঙ্গীকে আটক করে পুলিস। দিল্লিতে জমায়েতে নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে আটক করা হয়। 
8d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা