দেশ

চীনের সঙ্গে সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি: সেনাপ্রধান

নয়াদিল্লি: চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি এখন স্থিতিশীল। তবে সেই সম্পর্ককে স্বাভাবিক বলা যায় না। মঙ্গলবার এই মন্তব্য করেছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তাঁর মতে, এখনও দুই দেশের সম্পর্ক ‘সংবেদনশীল’ অবস্থায় রয়েছে। ২০২০ সালের এপ্রিলে লাদাখের কাছে গলওয়ানে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। এরপর চার বছর কেটে গিয়েছে। আগের সেই পরিস্থিতি আর ফিরে আসেনি। সেনাপ্রধান বলেন, যতদিন না প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি ২০২০ সালের এপ্রিলের আগের মতো হচ্ছে , ততদিন দুই দেশের সীমান্ত সম্পর্ককে স্বাভাবিক বলা যাবে না। সীমান্তের পরিস্থিতি এখন কোন জায়গায়? সেনাপ্রধান বলেন, বাহিনী মোতায়েন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বাফার জোন, পরিকল্পনামাফিক সেনা টহল আগের মতো নেই। 
মঙ্গলবার এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে কূটনৈতিক স্তরে বার্তা দেওয়া হচ্ছে। তবে তা কার্যকর করার দায়িত্ব দুই দেশের সেনার। চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নরম-গরম নীতির প্রয়োজন বলে মনে করেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘চীনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে, সহযোগিতা করতে হবে। আবার পাশাপাশি লড়াইয়ের প্রস্তুতিও রাখতে হবে।’ 
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন বসতি স্থাপন করছে বলে খবর প্রকাশিত হয়েছে। সে প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘চীনের এই উদ্যোগকে হাল্কাভাবে নেওয়ার কোনও কারণ নেই। এর পিছনের কারণটি বুঝতে হবে।’ এ প্রসঙ্গে দক্ষিণ চীন সাগরে বেজিং-এর দখলদারির বিষয়টি তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, সেখানে প্রথনে চীনা মৎস্যজীবীরা হাজির হয়। এরপর সেই মৎস্যজীবীদের বাঁচাতে পৌঁছে যায় লালফৌজ। তাই চীনের পাল্টা হিসেবে ভারতও সীমান্তের এপারে বসতি বানানোর উদ্যোগ নিয়েছে।
8d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা