দেশ

লক্ষাধিক টাকার ফোন হাতে পেয়েই খুন ডেলিভারি বয়কে

লখনউ: স্মার্টফোন দিতে এসে নৃশংসভাবে খুন ডেলিভারি বয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। মৃতের নাম ভরত প্রজাপতি (৩০)। ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তবে এখনও ফেরার মূল অভিযুক্ত। লখনউয়ের ডেপুটি পুলিস সুপার শশাঙ্ক সিং জানান, গত ২৩ সেপ্টেম্বর ভরতকে শ্বাসরোধ করে খুনের পর খালে দেহ ফেলে দেওয়া হয়। জানা গিয়েছে, অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে লক্ষাধিক টাকার ফোনের অর্ডার দিয়ে ফাঁদ পেতেছিল অভিযুক্তরা। 
দুটি স্মার্টফোনের অর্ডার দিয়েছিল হিমাংশু কানৌজিয়া নামে এক অভিযুক্ত। টাকা মেটানোর জন্য ক্যাশ অন ডেলিভারি অপশন বেছে নেওয়া হয়। ঘটনার দিন ফোন দু’টি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে যান ডেলিভারি এজেন্ট ভরত। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি তিনি। গত ২৫ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিস তদন্তে নামতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ভরতের কল রেকর্ড থেকে গজানন নামে একজনের নম্বর মেলে। সেই সূত্রেই আকাশ নামে এক ব্যক্তির সন্ধান পাওয়া যায়। তাকে আটক করে পুলিস। জেরায় ভেঙে প঩ড়ে খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে নেয় আকাশ। জানা গিয়েছে, তারা ডেলিভারি এজেন্টের কাছ থেকে স্মার্টফোনগুলি ছিনতাইয়ের ছক কষেছিল। সেই মতো কানৌজিয়ার ঠিকানায় ফোন ডেলিভারি দিতে এলে ভরতকে শ্বাসরোধ করে খুন করা হয়। তারপর দেহ বস্তায় ভরে ইন্দিরা খালে ফেলে দেয় তারা। ইতিমধ্যেই আকাশ ও কানৌজিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত গজানন এখনও ফেরার। ভরতের দেহ উদ্ধারের চেষ্টা চলছে। 
8d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা