দেশ

সাড়ে পাঁচ হাজার সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হয়নি একজন পড়ুয়াও 

ভোপাল: রাজ্যের সাড়ে পাঁচ হাজার স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হয়নি একজন পড়ুয়াও! মাত্র ১৪ শতাংশ স্কুলে এই শ্রেণিতে ভর্তির হয়েছে ১০ জনের বেশি ছাত্রছাত্রী। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সরকারি প্রাথমিক স্কুলের এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। গত ১৩ সেপ্টেম্বর একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাকে হাতিয়ার করে রাজ্যের বিজেপি সরকারকে নিশানা করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, এই তথ্য রাজ্যের বেহাল শিক্ষাব্যবস্থাকে বেআব্রু করে দিল। কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্তার তোপ, বিগত দু’দশক ধরে এরাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এই সময়ে শিক্ষা ব্যবস্থার কতটা অবনতি হয়েছে, এই পরিসংখ্যান থেকেই তা পরিষ্কার। এরপরও বিজেপি দাবি করবে, সব ঠিকঠাক চলছে। সমালোচনার ঝড় উঠতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন স্কুল শিক্ষামন্ত্রী উদয় প্রতাপ সিং। ঘটনাচক্রে তাঁর জেলা নরসিংহপুরে প্রায় ৩০০টি প্রাথমিক স্কুল রয়েছে। সেখানেও প্রথম শ্রেণিতে কোনও পড়ুয়া ভর্তি হয়নি। ব্যর্থতা এড়াতে তাঁর যুক্তি, সরকারি প্রাথমিক স্কুলে নার্সারি শ্রেণি নেই। তাই অভিভাবকরা শিশুদের বেসরকারি স্কুলেই ভর্তি করেন। সেখানেই পড়াশুনো চালিয়ে যান পড়ুয়ারা। তাই সরকারি প্রাথমিকে ভর্তির এই অবস্থা। যদিও তাঁর এই যুক্তি উড়িয়ে দিয়েছে বিরোধীরা।
রিপোর্টে জানা গিয়েছে, রাজ্যে ৭৮ হাজারের বেশি প্রাথমিক স্কুল রয়েছে। তার মধ্যে সাড়ে পাঁচ হাজার স্কুলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একজনও পড়ুয়াও ভর্তি হয়নি। সাড়ে ১৯ হাজার স্কুলে ভর্তির সংখ্যা ১-২।  ৩ থেকে ৫ জন পড়ুয়া ভর্তি হয়েছে সাড়ে ২৩ হাজার স্কুলে। ১০ জনের বেশি ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে মাত্র ১১ হাজার ৩৪৫ স্কুলে। শতাংশের হিসেবে যা মাত্র ১৪ শতাংশ।  প্রথামিক স্কুলের এই পরিসখ্যান প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে।
18h 18m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা