দেশ

‘গোধরার পর মোদি কী করেছিলেন?’ ইস্তফার দাবি উড়িয়ে দিলেন সিদ্ধারামাইয়া

বেঙ্গালুরু: জমি কেলেঙ্কারি কাণ্ডে অস্বস্তিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তাঁর পদত্যাগের দাবিতে সরব বিরোধী বিজেপি শিবির। তবে বৃহস্পতিবারও সেই দাবি উড়িয়ে দিলেন সিদ্ধারামাইয়া। স্পষ্ট জানালেন, ২০০২ গোধরা-হিংসার পর গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ইস্তফা দেননি। সিদ্ধারামাইয়ার কথায়, ‘পদত্যাগের কোনও প্রশ্নই উঠছে না। আমি কোনও ভুল করিনি।’ 
সিদ্ধারামাইয়ার স্ত্রী পার্বতী বিএমকে মাইসুরু আরবান ডেভলপমেন্ট অথরিটি (মুডা) বেআইনিভাবে ১৪টি জমির প্লট বরাদ্দ করেছিল বলে অভিযোগ। মঙ্গলবার এই মামলায় রাজ্যপালের দেওয়া তদন্তের নির্দেশ বহাল রেখেছিল কর্ণাটক হাইকোর্ট। এরপরই বুধবার সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় বিশেষ আদালত। লোকায়ুক্ত পুলিসকে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। 
বৃহস্পতিবার এই মামলায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিধান সৌধের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। এর প্রতিক্রিয়া গোধরা পরবর্তী হিংসা প্রসঙ্গ তুলে বিজেপি তথা মোদিকে খোঁচা দেন সিদ্ধারামাইয়া। তাঁর কথায়, ‘ওই সময় এফআইআর দায়ের হওয়ার পর মোদি কি পদত্যাগ করেছিলেন? কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু তিনি ইস্তফা দেননি। যেহেতু আমি কোনও ভুল করিনি তাই পদত্যাগও করছি না।’ 
এর পাশাপাশি বিজেপি শিবিরের উপর পাল্টা চাপও বাড়িয়েছেন সিদ্ধারামাইয়া। বিজেপির জোট শরিক জেডি(এস) নেতা তথা কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাতমন্ত্রী এইচডি কুমারস্বামীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। সিদ্ধারামাইয়া বলেন, ‘বর্তমানে জামিনে বাইরে রয়েছেন মোদি মন্ত্রিসভার সদস্য কুমারস্বামী। তিনি কি পদত্যাগ করেছেন? এটা বিজেপির কাছে অস্বস্তি, অসম্মানের কারণ নয়? এই অবস্থায় প্রথমে তো কুমারস্বামীর ইস্তফা দেওয়া উচিত।’ 
16h 16m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা