দেশ

বেঙ্গালুরু খুন কাণ্ড: আচরণ নিয়ে তিতিবিরক্ত, সুইসাইড নোট অভিযুক্তের
 

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর ফ্ল্যাটে ২৬ বছর বয়সি তরুণী খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেল পুলিস। মহালক্ষ্মী নামের ওই তরুণীকে হত্যায় জড়িত সন্দেহভাজনকে শনাক্ত করা গিয়েছে। নাম মুক্তিরঞ্জন রায়। তবে বুধবার আত্মহত্যা করে ওই যুবক। ইতিমধ্যে তার দেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের সুইসাইড নোটে মহালক্ষ্মীর খুন সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, মহালক্ষ্মীর আচরণ নিয়ে বিরক্ত ছিল অভিযুক্ত। তার জেরেই এই নারকীয় হত্যাকাণ্ড।
ওড়িশার ভদ্রক জেলার গ্রামের একটি গাছে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান বাসিন্দারা। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিস। পুলিস সূত্রে খবর, বুধবার পান্ডি গ্রামের বাড়িতে গিয়েছিল অভিযুক্ত। পরে বাইক নিয়ে বেরিয়ে যায় সে। বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ডায়েরিতে মুক্তিরঞ্জনের লেখা সুইসাইড নোট পুলিসের হাতে আসে। সেখানে ৩ সেপ্টেম্বর ফ্ল্যাটে গিয়ে প্রেমিকা মহালক্ষ্মীকে খুনের কথা উল্লেখ করে অভিযুক্ত। সুইসাইড নোটে মুক্তিরঞ্জন লিখেছে, ‘মহালক্ষ্মীর আচরণে বিরক্ত হয়ে উঠেছিলাম। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রায়শই বচসা হতো। মহালক্ষ্মী আমাকে মারধর করত। রাগের বশে ওকে খুন করেছি।’ এখানেই শেষ নয়। ওই যুবক আরও লিখেছে, ‘খুনের পর ওর দেহের মোট ৫৯ টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম।’ বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করতেন মহালক্ষ্মী। সেখানেই তাঁর সহকর্মী ছিল মুক্তিরঞ্জন। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, ১ সেপ্টেম্বর থেকে কাজে আসা বন্ধ করে দিয়েছিল অভিযুক্ত। সেদিন থেকে মহালক্ষ্মীও আর কাজে যাননি। খুনের পর থেকেই নিখোঁজ ছিল মুক্তিরঞ্জন। অভিযুক্তকে খুঁজতে ওড়িশায় চারটি টিম পাঠিয়েছিল পুলিস। গত ২১ অক্টোবর বেঙ্গালুরুর ভালিকাভালে একটি বন্ধ ফ্ল্যাট থেকে মহালক্ষ্মীর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ত্রিপুরার বাসিন্দা ওই তরুণী বিবাহিত। তবে স্বামী ও পুত্র অন্যত্র থাকতেন। 
16h 16m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা