দেশ

খুনে নেকড়ের খোঁজ অব্যাহত, বাহারাইচে ফের ঘুমন্ত মহিলার উপর হামলা মানুষখেকোর

লখনউ, ১২ সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের বাহরাইচে মানুষখেকো নেকড়ের তাণ্ডব যেন কিছুতেই থামছে না। ছ’টির মধ্যে পাঁচটি নেকড়েকে পাকড়াও করা গেলেও, একটির খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না। প্রায় প্রতিদিনই সেটি নরমাংসের লোভে হামলা চালাচ্ছে। কখনও নাবালিকা, আবার কখনও প্রৌঢ়া অথবা শিশুদের উপর বেছে বেছে হামলা চালাচ্ছে খুনে নেকড়ে। গত বুধবার রাতেও সেটি হামলা চালিয়েছে বছর পঞ্চাশের এক মহিলার উপর। হামলার ফলে গুরুতর জখম হয়েছেন ওই মহিলা।
জানা গিয়েছে, ঘুমন্ত মহিলার গলা লক্ষ্য করে হামলা চালায় নেকড়েটি। ফলে গলায় গুরুতর জখম হয়েছে তাঁর। মহিলার ছেলে জানান, রাত ১০টা নাগাদ নেকড়েটি এই হামলা চালিয়েছে। মহিলা খাটে ঘুমোচ্ছিলেন, আশেপাশে কেউ না থাকায় নেকড়েটি এসে ঘাড় কামড়ে ধরে খাট থেকে নামানোর চেষ্টা করে। এই সময়ই মহিলার পুত্রবধূ এসে ওই দৃশ্য দেখতে পান এবং চিৎকার শুরু করেন। আশেপাশের বাড়ি থেকে লোক বেরিয়ে আসতেই, শিকার ছেড়ে চম্পট দেয় খুনে নেকড়েটি।
এরপরই আহত মহিলাকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর মহিলাকে বাহারাইচের মেডিক্যাল কলেজে রেফার করা হয়। নেকড়েটি মহিলার ঘাড় এমনভাবে কামড়ে ধরেছিল যে, তিনি এখনও ঠিক ভাবে কথা পর্যন্ত বলতে পারছেন না।
উল্লেখ্য বিষয় হল, এর আগে মঙ্গলবার রাতেও এই নেকড়েটি অপর এক গ্রামে হানা দিয়েছিল। মঙ্গলবার আক্রমণের নিশানায় ছিল এক ঘুমন্ত নাবালিকা। কিন্তু আশেপাশের লোকজন বিষয়টি টের পেতেই বিপদ বুঝে সরে পড়ে নেকড়েটি। জখম হওয়া নাবালিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
22d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা