দেশ

সংসদীয় কমিটিতে সেবি প্রধানকে ডাকার দাবি তৃণমূলের, প্রবল আপত্তি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একের পর এক অভিযোগে বিদ্ধ শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি’র চেয়ারপার্সন মাধবী পুরী বুচ। এরই প্রেক্ষাপটে  তাঁকে সংসদীয় কমিটিতে ‘তলব’ করা নিয়ে মঙ্গলবার বিজেপি আর বিরোধীদের মধ্যে বাঁধল বিবাদ। এদিন সংসদের ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’র বৈঠকে সবচেয়ে চেয়ে বেশি সরব হন তৃণমূলের সৌগত রায়। এ ব্যাপারে কমিটির চেয়ারম্যান কংগ্রেসের কে সি বেণুগোপালকে একটি চিঠিও দিয়েছেন তিনি। যদিও সৌগতবাবুর এই আবেদনের প্রবল বিরোধিতা করেন বিজেপির এমপি নিশিকান্ত দুবে। তাঁর বক্তব্য, লিখিত কোনও প্রমাণ ছাড়া সেবি প্রধানকে তলব করা যায় না। যদিও বিশেষ সূত্রে খবর, এদিন কমিটির বৈঠকে উপস্থিত ক্যাগ প্রধান গিরিশচন্দ্র মুর্মুর কাছে এ ব্যাপারে মতামত জানতে চাইলে তিনি বলেছেন, কোনও বিষয়ে অভিযোগের স্পষ্টতার জন্য ডাকা যেতেই পারে। 
অন্যদিকে, দলের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে ফের মাধবীর বিরুদ্ধে নানা কোম্পানির থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে সরব হল কংগ্রেস। প্রথমে সেবির হোল টাইম সদস্য, পরে চেয়ারপার্সন হওয়ার পরেও মাধবী পুরী এবং তাঁর স্বামী ধাভাল বুচ ৭ কোটি ৭৩ লক্ষ টাকা বেআইনিভাবে উপার্জন করেছেন বলে অভিযোগ করলেন এআইসিসি মুখপাত্র পবন খেরা। অভিযোগের নিশানা মাধবী হলেও কংগ্রেসের আসল লক্ষ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাও স্পষ্ট করে দেন তিনি। 
নানা তথ্য সামনে রেখে পবন দাবি করেন, মাধবী পুরী ও তাঁর স্বামী ধাভাল বুচের কোম্পানি অ্যাগোরা অ্যাডভাইসারি প্রাইভেট লিমিটেডের অস্তিত্ব আজও রয়েছে। সেখানে সেবি প্রধানের ৯৯ শতাংশ শেয়ার রয়েছে। অথচ হিন্ডেনবার্গ রিপোর্টের পর দাবি করা হয়েছিল যে, মাধবী সেবিতে যোগ দেওয়ার পরেই ওই কোম্পানির কোনও অস্তিত্ব নেই। কিন্তু সেই মিথ্যে ধরা পড়ে গিয়েছে। শুধু তাই নয়। এই অংশীদারি থেকে ২ কোটি ৯৫ লক্ষ টাকা উপার্জন করেছেন মাবধী। 
একইভাবে যে ছ’টি কোম্পানির উপদেষ্টা হিসেবে বুচ পরিবারের কোম্পানি কাজ করেছে, তাদের একটির থেকে ধাভাল বুচ ৪ কোটি  ৭৮ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা পেয়েছেন বলে খেরা দাবি করেন।  এই অভিযোগ সামনে রেখেই তিনি বলেন,ঘটনাচক্রে ওই কোম্পানির বিরুদ্ধেই আবার তদন্ত করছে সেবি। প্রশ্ন ছুড়ে তিনি বলেছেন,  দুর্নীতির এই অভিযোগ কেমন করে খণ্ডন করবেন সেবি প্রধান? কেনই বা সব জেনে চুপ করে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? তবে কি তিনিই 
সেবি প্রধানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির পরোক্ষ প্রশয়দাতা? 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা