দেশ

আবার রেল দুর্ঘটনা! মধ্যপ্রদেশের জব্বলপুরে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা

জব্বলপুর, ৭ সেপ্টেম্বর: ফের রেল দুর্ঘটনা! এবার মধ্যপ্রদেশের জব্বলপুরে লাইনচ্যুত হল সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। আজ, শনিবার সকালে জব্বলপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে সে সময়ে ট্রেনটি খুব ধীর গতিতে থাকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সকল যাত্রীরা সুরক্ষিতই রয়েছেন।
ট্রেনটি ইন্দোর থেকে জব্বলপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। আজ ভোর ৫টা ৫০মিনিট নাগাদ জব্বলপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মের প্রায় ১৫০ মিটার আগে আচমকা ট্রেনটির সামনের দু’টি কামরা বেলাইন হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। কিন্তু কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। রেলের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে ট্রেনটি অত্যন্ত ধীর গতিতে চলছিল। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে পশ্চিম-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব বলেন, “জব্বলপুর স্টেশনে প্রবেশ করার কিছুটা আগেই ট্রেনটির দু’টি কামরা বেলাইন হয়ে যায়। ট্রেনটি ধীর গতিতে চলছিল। তাই বড়সড় কোনও দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের সকল যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।”
প্রসঙ্গত, গত মাসেই সবরমতী এক্সপ্রেসের ২০টি কামরা লাইনচ্যুত হয়। ট্রেনটি বারাণসী থেকে আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে আচমকা ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তবে ওই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ট্রেনটির চালকের দাবি, রেল লাইনে রাখা কোনও বস্তুর সঙ্গে আচমকা ইঞ্জিনের ধাক্কা লাগে। তার পরই বেলাইন হয়ে যায় ট্রেনটি। এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছে একাধিক ট্রেন। ঘন ঘন এই রেল দুর্ঘটনার ফলে স্বাভাবিকভাবেই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
28d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা