দেশ

কর্মবিরতির ২৭ দিন, ৬৫০০ সার্জারি বাতিল, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাট থেকে পড়ে গিয়েছেন আলমবাজারের বাসিন্দা ষাটোর্ধ্ব যুগল প্রসাদ। হাতে-পায়ে গুরুতর চোট পেয়েছেন। বউমা সুস্মিতা প্রসাদ বুধবার দুপুরে তাঁকে এনেছিলেন আর জি কর মেডিক্যাল কলেজের ইমার্জেন্সিতে। এক্স-রে করে দেখা গেল, পায়ের আঘাত ততটা গুরুতর না হলেও হাত ভেঙে গিয়েছে। চিকিৎসকরা বলে দিয়েছেন, বাকি জীবনে কর্মক্ষম থাকতে গেলে এখনই অপারেশন প্রয়োজন। ‘তাহলে ভর্তি লিখে দিন’—বলেছিলেন সুস্মিতাদেবী। চটপট উত্তর এল, ‘ভর্তি লিখে কী হবে? ডাক্তার কোথায় যে অপারেশন হবে?’ কান্না জড়ানো গলায় সুস্মিতাদেবী বলছিলেন, ‘এরকম বললে আমরা যাব কোথায়? প্রাইভেটে যাওয়ার তো ক্ষমতা নেই।’ সন্ধ্যায় যখন তিনি ফোনে অসহায়তার কথা বলছিলেন, তখন বাড়িতেই যন্ত্রণায় কাতরাচ্ছেন যুগল প্রসাদ। 
রাজ্যজুড়ে এমন হাজার হাজার যুগল প্রসাদ, সরিফুল গাজি, প্রবীণ সাঁতরা বা সমীরণ ঘোষ অভাবনীয় দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। পথ দুর্ঘটনা, হার্টের অপারেশন, ব্রেন টিউমার, ক্যান্সার গ্রোথ—এমন অসংখ্য সমস্যায় জেরবার হাজার হাজার মানুষ দিনের পর দিন এভাবেই চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হয়ে চলেছেন। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা দাবি করে চলেছেন, ‘সব ঠিক আছে। সিনিয়র ডাক্তাররা কাজ করছেন আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি সর্বত্র। অপপ্রচার চলছে আমাদের বিরুদ্ধে।’ তাহলে কি গরিব মানুষ চিকিৎসা না পেলেও মুখ ফুটে কিছু বলতে পারবে না? বলতে হবে, আমরা ভালো আছি? জনমানসে ক্রমশ জোরালো হচ্ছে এই প্রশ্ন।
স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির জেরে ৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রথম ১৫ দিনে রাজ্যের প্রায় ৬ লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। ৪ তারিখ ২৭ দিনে পড়েছে কর্মবিরতি। বাতিল হওয়া বা পিছিয়ে যাওয়া অপারেশনের সংখ্যা এখন প্রায় সাড়ে ৬ হাজার। পিজি হাসপাতালে ১-৮ আগস্ট পর্যন্ত সব বিভাগ মিলিয়ে ৯১০টি বড় অপারেশন হয়েছিল। সেখানে ৯ থেকে ২০ তারিখের (তিনটি ছুটির দিন মিলিয়ে) মধ্যে অপারেশন সংখ্যা কমে গিয়েছে অর্ধেকের বেশি (৪৫০)। আন্দোলনের ভরকেন্দ্র আর জি কর মেডিক্যাল কলেজে ৯ তারিখের আগে ট্রমা কেয়ার ওটি, ইএনটি ওটি, বার্ন ওটি, এসওটি, নিউরো ওটি, আই ওটি, গাইনি ওটি মিলিয়ে গড়ে ৮৫টি বড় অপারেশন হতো। আর এখন? রোজ গড়ে ১০টি অপারেশনও হয় কিনা সন্দেহ! কমবেশি এক অবস্থা শহরের বাকি মেডিক্যাল কলেজগুলিতে। এই আবহে বুধবার সর্বভারতীয় আইএমএ ফের ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছে।   
6d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা