দেশ

মধ্যপ্রদেশে জাদুঘর থেকে ১৫ কোটি টাকার মুদ্রা লুট, পালাতে গিয়ে গ্রেপ্তার যুবক

ভোপাল: জাদুঘরে সজ্জিত অজস্র বহুমূল্য সম্পদ। রয়েছে বিভিন্ন প্রাচীন মুদ্রা। সেগুলি চুরি করে দেওয়াল বেয়ে পালানোর চেষ্টা করেছিল দুষ্কৃতী। তবে শেষরক্ষা হল না। ২৫ ফুটের দেওয়াল বেয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে জ্ঞান হারায় বিনোদ যাদব নামে ওই অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করেছে পুলিস।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে, রাজ্য জাদুঘরে। জানা গিয়েছে, ধৃতের থেকে ২০০টি সোনা ও রুপোর মুদ্রা উদ্ধার করা হয়েছে। সবক’টিই গুপ্ত সাম্রাজ্য ও মোগল আমলের সমসাময়িক। এছাড়াও প্রাচীন ভারতের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনও অভিযুক্ত যাদবের কাছ থেকে উদ্ধার হয়েছে।
পুলিস জানিয়েছে, রবিবার টিকিট কেটে বিনোদ মিউজিয়ামে ঢোকে। তবে সন্ধ্যাবেলা মিউজিয়াম বন্ধ হওয়ার সময় সে কোনওভাবে ভিতরে লুকিয়ে থেকে যান। সোমবার জাদুঘর বন্ধ ছিল। সেই সুযোগে ২০০টি প্রাচীন মুদ্রা চুরি করে মিউজিয়ামের দেওয়াল বেয়ে পালাতে যায় অভিযুক্ত। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে জ্ঞান হারায় সে। মঙ্গলবার পুলিস এসে যাদবকে মিউজিয়ামের বাইরে থেকে জখম অবস্থায় উদ্ধার করে। তার ব্যাগ থেকে গুপ্ত ও মুঘল যুগের ৯৮টি সোনার মুদ্রা, ৭৫টি রুপোর মুদ্রা, একটি সোনার পদক এবং ১২টি বিভিন্ন ধাতুর মুদ্রা উদ্ধার করা হয়। সব মিলিয়ে যার বাজারমূল্য অন্তত ১৫ কোটি টাকা। ভোপাল পুলিসের ডিসি রিয়াজ ইকবাল বলেন, এই ঘটনার পর মিউজিয়ামের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সূত্রের খবর, সিকিওরিটি অ্যালার্ম ও সিসি ক্যামেরা কাজ করছিল না। সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।
6d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা