দেশ

রাহুলের সঙ্গে সাক্ষাৎ, এবার ভোট ময়দানে বজরং-ভিনেশ 

নয়াদিল্লি ও চণ্ডীগড়: হরিয়ানায় ‘মহারণের আখড়া’ তৈরি! তার আগে বুধবার দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন কুস্তিগির বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাট। সূত্রের খবর, হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়বেন তাঁরা। ফোগাট প্রার্থী হতে পারেন জুলানা আসন থেকে। পুনিয়াকে প্রার্থী করা হতে পারে বাদলি আসনে। ক’দিন আগেই শম্ভু সীমানায় গিয়ে প্রতিবাদী কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভিনেশ। বলেছিলেন, ‘আমি আপনাদেরই মেয়ে’। তাঁর ওই ঘোষণায় স্বাভাবিকভাবেই ঘুম উড়েছিলে ক্ষমতাসীন বিজেপির। এবার বজরং পুনিয়াকে সঙ্গে নিয়ে তাঁর রাহুল গান্ধীর সঙ্গে এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। রাহুল গান্ধীর সঙ্গে দুই কুস্তিগিরের ছবি এদিন কংগ্রেস তাদের সরকারি এক্স অ্যাকাউন্টে পোস্টও করেছে।
চার বছর আগে টোকিও ওলিম্পিক্সে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন বজরং। আর এবার প্যারিস গেমসে ফাইনালে উঠেও মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য ছিটকে যেতে হয় ফোগাটকে। তবে কুস্তির আখড়ার বাইরে তাঁদের অন্য এক লড়াইয়েও দেখেছে দেশ। ২০২৩ সালে প্রাক্তন বিজেপি এমপি তথা কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণ শারণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। প্রভাবশালী এই বিজেপি নেতার বিরুদ্ধে কুস্তিগিরদের প্রতিবাদে শামিল হয়েছিলেন বজরং ও ভিনেশ দু’জনেই। এবার কংগ্রেসের টিকিটে রাজনীতির আখড়াতেও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন তাঁরা।
হরিয়ানায় বিধানসভা ভোট আগামী ৫ অক্টোবর। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি গত মঙ্গলবার পর্যন্ত ৯০টি আসনের মধ্যে ৬৬টিতে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বলে খবর। ওই দিনই হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক দীপক বাবরিয়া জানিয়েছিলেন, দুই কুস্তিগিরকে কোন আসনে প্রার্থী করা হবে তা বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। 
এদিকে, বুধবার সন্ধ্যায় হরিয়ানার বিধানসভা ভোটে প্রথম দফায় ৬৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল ক্ষমতাসীন দল বিজেপি।  এক মন্ত্রীকে টিকিট দেওয়া হয়নি।  ১৭ বিধায়ক ও ৮ মন্ত্রীকে ফের প্রার্থী করা হচ্ছে। তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির আসন বদল হয়েছে। তিনি লড়াই করবেন লাডলা আসন থেকে। অনিল ভিজ প্রার্থী হবেন আম্বালা ক্যান্টনমেন্ট আসনে।  তোশাম আসনে টিকিট পেয়েছেন বিজেপির রাজ্যসভা সদসল্য কিরণ চৌধুরীর মেয়ে শ্রুতি চৌধুরী। 
6d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা