দেশ

ঋণ পরিশোধের ক্ষমতা যাচাইয়ের হার বাড়ছে দেশে, আগ্রহী বেশি নয়া প্রজন্ম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঋণ নেওয়ার পর, তা শোধ করার ক্ষমতা কতটুকু, তা নিজের থেকেই যাচাই করার প্রবণতা ক্রমশ বাড়ছে দেশজুড়ে। যাঁরা যাচা‌ই করছেন, তাঁদের একটা বড় অংশ একেবারে নয়া প্রজন্ম। সম্প্রতি একটি রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে।
কোনও ব্যক্তি যদি ঋণ নিতে চান, তা পরিশোধ করার মতো আর্থিক অবস্থা তাঁর আদৌ আছে কি না, তা যাচাই করে নেয় ব্যাঙ্ক বা অন্যান্য ঋণদাতা সংস্থা। নিজেরা না করে, সেই কাজের দায়িত্ব সংস্থাগুলি দেয় তৃতীয় পক্ষকে। এদেশে একাধিক সংস্থা আছে, যারা সাধারণ মানুষ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঋণ শোধের ক্ষমতা যাচাই করে থাকে। এদের মধ্যে অন্যতম ট্রান্সইউনিয়ন সিবিল। দেশের অধিকাংশ ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেওয়ার ক্ষেত্রে সিবিল ‘স্কোর’-এর উপর নির্ভর করে। কোনও ব্যক্তি বা সংস্থার লেনদেন ও ঋণ পরিশোধ সংক্রান্ত ইতিহাস বিশ্লেষণ করেই তৈরি হয় সিবিল স্কোর। সাধারণ মানুষ বা সংস্থা নিজেও এই স্কোর যাচাই করে নিতে পারে।
ট্রান্সইউনিয়ন সিবিলের রিপোর্ট বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে দেশের ১১ কোটি ৯০ লক্ষ মানুষ নিজে থেকেই সিবিল স্কোর যাচাই করে নিয়েছেন। তাঁদের সবাই যে ঋণ নেবেন, বা ইএমআই মিটিয়ে কেনাকাটা করছেন, তা নয়। রিপোর্ট বলছে, ৪ কোটি ৩৬ লক্ষ ক্রেতা গত অর্থবর্ষে প্রথমবার সিবিল স্কোর যাচাই করেছেন। তার আগের অর্থবর্ষের তুলনায় বৃদ্ধির হার ৫১ শতাংশ। ২০১৮-১৯ অর্থবর্ষে সেই সংখ্যা এক কোটিরও কম ছিল, বলছে সিবিল। ১১ কোটি ৯০ লক্ষ যাচাইকারীর মধ্যে ৭৭ শতাংশই নয়া প্রজন্মের, এমনটাই দাবি করা হয়েছে রিপোর্টে। 
ট্রান্সইউনিয়ন সিবিলের দাবি, সাধারণ মানুষ তাঁদের ঋণ পরিশোধের ক্ষমতা বাড়াতে অত্যন্ত সচেতন। তার কারণ, ৪৬ শতাংশ মানুষ তাঁদের স্কোর বাড়িয়েছেন। প্রসঙ্গত, সাধারণ মানুষ এই স্কোর বাড়ানোর সুযোগ পান। অন্যদিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির তরফে গত অর্থবর্ষে ক্রেডিট স্কোর যাচাই করার প্রবণতা বেড়েছে ১২ শতাংশ।
6d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা