দেশ

ধর্ষক রাম রহিমকে সাময়িক মুক্তি দিতে বিজেপি সরকারের ভূমিকায় উঠছে প্রশ্ন

চণ্ডীগড়: লোকসভা, বিধানসভা থেকে শুরু করে পুর ও পঞ্চায়েত নির্বাচন। ভোট এলেই মেলে প্যারোল। ফের জেলের বাইরে ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম। দু’দিন আগেই হরিয়ানার রোহতাকে সুনারিয়া জেল থেকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে ডেরা সাচা সৌদা প্রধানকে। গত আট মাসে দ্বিতীয়বার জেলের বাইরে এল সে। আর গত পাঁচ বছরে ১৪ বার। প্রতিবারই ‘কমন ফ্যাক্টর’ নির্বাচন। ব্যতিক্রম নয় এবারও। সামনেই হরিয়ানার বিধানসভা ভোট। তার আগে রাম রহিমের মুক্তি ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। যদিও হরিয়ানার বিজেপি সরকারের পাল্টা যুক্তি, জেলে বন্দিদের ভালো আচরণ সংক্রান্ত আইন মেনেই তার প্যারোলের আর্জি মঞ্জুর করা হয়েছে। তবে তাতে চিঁড়ে ভিজছে না।
দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের জেল হয়েছে রাম রহিমের। হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানে এই স্বঘোষিত ধর্মগুরুর অগণিত ভক্ত ছড়িয়ে রয়েছে। তাই বারবার ভোটের আগে তার প্যারোলে মুক্তি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এবারও হরিয়ানা বিধানসভা ভোটের আগে রাম রহিমের মুক্তি যেন একই সংলাপের পুনরাবৃত্তি। এর আগে গত ১৯ জানুয়ারি লোকসভা ভোটের আগে জেল থেকে বাইরে এসেছিল রাম রহিম। ২০২২ সালে পাঞ্জাবের বিধানসভা ভোটের আগে ২১ দিনের প্যারোল পেয়েছিল সে। ওই বছরই অক্টোবরে আদমপুর বিধানসভার উপ নির্বাচনের আগে ৪০ দিনের জন্য মুক্তি পেয়েছিল। ২০২৩ সালে হরিয়ানার পঞ্চায়েত নির্বাচনের আগে জুলাই মাসে ৩০ দিনের জন্য মিলেছিল প্যারোল। নভেম্বরে রাজস্থান বিধানসভার আগেও ২১ দিনের জন্য জেলের বাইরে এসেছিল রাম রহিম। 
ভোটের আগে বারবার রাম রহিমের এইভাবে সাময়িক মুক্তি নিয়ে প্রশ্ন তুলছে শিখদের ধর্মীয়স্থানগুলির দায়িত্বপ্রাপ্ত শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি)। রাম রহিমের প্যারোলে মুক্তির বিরুদ্ধে তারা আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের বক্তব্য ছিল, রাম রহিমকে ভোটের আগে বাইরে আনতে আইনের অপব্যবহার করা হচ্ছে। যদিও এসজিপিসি আবেদন খারিজ হয়ে গিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। আদালতে হলফনামা পেশ করে হরিয়ানার বিজেপি সরকার বলে, শুধু রাম রহিম নয়, জেলে ভালো 
আচরণ সংক্রান্ত আইন মেনে মোট ৮৯ জন সাজাপ্রাপ্তের প্যারোল মঞ্জুর করা হয়েছে। আর্জি বাতিল হয়েছে দু’জন সাজাপ্রাপ্তের। কিন্তু হরিয়ানা সরকার যাই দাবি করুক, ভোটের আগে রাম রহিমকে ফের সাময়িক মুক্তি দেওয়ার এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছেই। 
28d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা