দেশ

দেশ জুড়ে ব্যক্তিগত গাড়ির অভিন্ন রেজিস্ট্রেশনের সুবিধা চালু

রাজু চক্রবর্তী, কলকাতা: ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য সুখবর। এবার গোটা দেশে অভিন্ন রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন তারা। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে এক নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। এক্ষেত্রে বিএইচ সিরিজ বা ভারত সিরিজ রেজিস্ট্রেশনের গাড়িগুলি সরকারি খাতায় নথিভুক্ত হবে। সেক্ষেত্রে গোটা দেশজুড়ে বিভিন্ন রাজ্যেই এই গাড়ি ব্যবহার করতে পারবেন তার মালিকরা। বারবার বিভিন্ন রাজ্যে গিয়ে আলাদা করে রেজিস্ট্রেশন করার ঝামেলা থেকে স্থায়ী মুক্তি মিলবে। উল্লেখ্য, প্রতিটি গাড়ি কেনার সময় সুনির্দিষ্ট এলাকাভিত্তিক আঞ্চলিক পরিবহন আধিকারিক বা আর টি ও অধীনে তা রেজিস্ট্রেশন করতে হয়। কিন্তু পেশাগত কিংবা অন্যান্য কারণে গাড়ির মালিক কে ভিন্ন রাজ্যে চলে যেতে হলে পুনরায় তা সংশ্লিষ্ট রাজ্যের পরিবহন দপ্তরের নথিভুক্ত করাতে হয়। এই নিয়ম যথেষ্ট জটিল ও সময় সাপেক্ষ বলে ব্যক্তিগত গাড়ির মালিকদের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছিল। তা নিরসনে এবার উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার।
সূত্রের দাবি, চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক নির্দেশ নামায় নতুন সিদ্ধান্ত জারি করে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, এবার থেকে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে বি এইচ সিরিজ রেজিস্ট্রেশনের সুবিধা দেওয়া হবে। দেশের প্রত্যেকটি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সূত্রে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের এই নির্দেশনামা মেনে নিয়েছে। তারপরই বি এইচ সিরিজের গাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অভিন্ন সেই নিয়ম জারি করেছে। পশ্চিমবঙ্গ সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বি এইচ সিরিজে রেজিস্ট্রেশন এর সুবিধা নিতে গাড়ির মালিকদের নির্দিষ্ট ফি জমা করতে হবে। এক্ষেত্রে পাঁচ বছরের কিংবা আজীবন কর জমা করা গাড়ির মালিকদের জন্য সুনির্দিষ্ট হারে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এ প্রসঙ্গে পরিবহণ দপ্তরের এক কথা বলেন, অতীতে বহু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিবিধ ও নির্দেশিকা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কিন্তু এক্ষেত্রে বিষয়টা অত্যন্ত মসৃণ ভাবে মেনে নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে গোটা দেশজুড়ে আলাদা আলাদা রাজ্যে রেজিস্ট্রেশনের প্রশাসনিক লাল ফিতে পাঁচ থেকে মুক্তি পাবে জনতা। রাজ্যে এখনো নয়া এই সিদ্ধান্তের প্রচার হয়নি। আশা করছি, খুব শীঘ্রই বাড়তি এই সুবিধা নেবেন ব্যক্তিগত গাড়ির মালিকরা।
27d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা