দেশ

পুরনো সোনা গলানোর প্রবণতায় কিছুটা ভাটা, বলছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

বাপ্পাদিত্য রায়চৌধুরি, কলকাতা: সোনার দাম আকাশছোঁয়া। সাম্প্রতিককালে সোনার উপর আমদানি শুল্ক কমিয়েছে কেন্দ্র। তার জেরে হলুদ ধাতুর দাম সাম্প্রতিককালে কিছুটা কমলেও, তা মোটের উপর এখনও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। বিগত কয়েক মাস ধরে তা ছিল আরও চড়া। তবুও এই পরিস্থিতিতে হাতে থাকা বা জমানো সোনা ভেঙে নতুন করে গয়না বা অন্য কিছু তৈরির প্রবণতায় কিছুটা ভাটা পড়ল। সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল যে রিপোর্ট পেশ করেছে, তাতে দেখা যাচ্ছে, পুরনো সোনাকে নতুন কাজে ব্যবহারের চল কমেছে  প্রায় ৪০ শতাংশ।
কাউন্সিলের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশে ২৩ টন সোনা গলানো হয়েছে। তার বেশিরভাগটাই যে গয়না, তা আর বলার অপেক্ষা রাখে না। গত বছর ওই একই সময়ে দেশে পুরনো সোনা গলানো হয়েছিল ৩৭.৬ টন। অর্থাৎ এবার সেই হার ৩৯ শতাংশ কম।
সোনার দাম চড়া থাকায় ওই তিন মাসে মার খেয়েছে গয়না শিল্প, বলছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য। ২০২৩ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশে সোনার গয়নার চাহিদা ছিল ১২৮.৬ টন। কিন্তু এবছর ওই একই সময়ে তা কমে দাঁড়ায় ১০৬.৫ টনে। অর্থাৎ চাহিদা কমেছে ১৭ শতাংশ। এই হিসেবের পুরোটাই নতুন সোনায় তৈরি গয়নার, বলছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। 
স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, পুরনো সোনা গলিয়ে নতুন গয়না তৈরির প্রবণতা সার্বিকভাবে কমলেও, ছোট দোকানগুলিতে এই হার তুলনামূলক ভালো। তাতে কিছুটা লাভবান হয়েছেন ছোট ও মাঝারি মাপের স্বর্ণকাররা। কারণ, যাঁরা নতুন গয়নার বরাত দিতে আসেন, তাঁরা অর্ডারের পুরো টাকা কখনই অগ্রিম দেন না। তাই বহু ক্ষেত্রেই স্বর্ণকারকে সোনা কিনতে হয় ঋণ নিয়ে। তার সুদ মেটাতে হয় তাঁকে। কখনও মূলধনেও টান পড়ে। কিন্তু পুরনো সোনার ক্ষেত্রে স্বর্ণশিল্পীকে সোনা কিনতে হয় না। তিনি শুধু  গয়না তৈরির মজুরি নেন। ছোট শিল্পীদের এতে আর্থিক সুরাহাই হয়।
27d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা