দেশ

‘বাংলাদেশি’ তকমায় ওড়িশা ছাড়া করা হল বঙ্গের শতাধিক পরিযায়ী শ্রমিককে

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ‘বাংলাদেশি’ দেগে দিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে ওড়িশা থেকে। মঙ্গলবার বিকেলে ওড়িশা থেকে ফেরা শতাধিক পরিযায়ী শ্রমিক হাওড়া স্টেশনে এই অভিযোগ জানান। স্টেশন চত্বরে রীতিমতো বিক্ষোভও দেখান তাঁরা। পরে হাওড়া সিটি পুলিস ও গোলাবাড়ি থানার পুলিস বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। 
মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া প্রভৃতি জেলা থেকে কয়েকশো পরিযায়ী শ্রমিক ওড়িশায় কাজ করতে গিয়েছিলেন। কেউ গ্রামে গ্রামে ঘুরে কাপড় ফেরি করতেন। নির্মাণ শিল্পেও শ্রমিকের কাজ করতেন অনেকে। অভিযোগ, বাংলাদেশে রাজনৈতিক অশান্তি শুরু হওয়ার পর থেকেই তাঁদের নিশানা করা হয়। সরকারি পরিচয়পত্র দেখিয়েও ‘বাংলাদেশি’ গাল শুনতে হয় তাঁদের। লোকগুলিকে ওড়িশা ছাড়ারও ফতোয়া দেওয়া হয়। ওড়িশা থেকে একটি ট্রেন এদিন বিকেলে হাওড়ায় পৌঁছয়। ১৩০ জন শ্রমিক তাঁদের ব্যবসা এবং অন্যান্য কাজ ছেড়ে তাতেই এখানে ফেরেন।
লালগোলার সাদির হোসেন বলেন, ‘বহু বছর ধরে ওড়িশায় ফেরিওয়ালার পেশায় যুক্ত। বাড়ি বাড়ি ঘুরে কাপড় বেচতাম। ওখানে আমাদের মারধর করার হুমকি দেওয়া হল। তাই বাধ্য হয়ে বাংলাতেই ফিরে এসেছি।’ 
মুর্শিদাবাদেরই আর-এক বাসিন্দা আনোয়ার শেখ বলেন, ‘ওখানকার কেউই আমাদের কথা শুনতে চাইছে না। আধার ও ভোটার কার্ড দেখিয়েছি। তবু আমাদের ‘বাংলাদেশি’ বলে দেগে দেওয়া হচ্ছে! এখন গ্রামের বাড়িতে কতদিন বেকার বসে থাকব জানি না।’ 
পরিস্থিতি আদৌ ঠিক হবে কি না জানেন না সাদির, আনোয়ারের মতো অন্য গরিব শ্রমিকরাও। শীঘ্রই ওড়িশায় না ফিরলে কীভাবে সংসার চলবে? চোখেমুখে সেই আশঙ্কাই ফুটে ওঠে তাঁদের। বিকেলে হাওড়া স্টেশন চত্বরে খানিকক্ষণ বিক্ষোভ দেখায় পরিযায়ী শ্রমিক দলটি। পরে পুলিস পৌঁছে তাঁদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা