দেশ

দেশজুড়ে ইডি দপ্তর ঘেরাও কর্মসূচি নিচ্ছে কংগ্রেস নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধীদের ওপর কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে আগামী ২২ আগস্ট দেশজুড়ে ইডি অফিস ঘেরাও করবে কংগ্রেস। রাজধানী দিল্লিতে ইডির সদর দপ্তর তো বটেই, রাজ্যে রাজ্যে থাকা ইডির আঞ্চলিক অফিসও ঘেরাও করা হবে। মঙ্গলবার সব রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতির পাশাপাশি এআইসিসির সাধারণ সম্পাদকদের বৈঠক ডেকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এদিনের বৈঠকে উপস্থিত থেকে দলকে আরও মোদি বিরোধী কর্মসূচিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। জাতি জনগণনার দাবিতে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে দেশ জুড়ে জনমত সংগ্রহেও নামবে কংগ্রেস।
এদিনের বৈঠকে আসন্ন চার রাজ্যের (হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, জম্মু-কাশ্মীর) বিধানসভা ভোট নিয়েও আলোচনা হয়েছে। প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে, প্রদেশ নেতৃত্বর অবস্থানকেই গুরুত্ব দেওয়া হবে। যেখানে জোটের প্রয়োজন, সেখানে জোট করেই বিজেপিকে আটকানো হবে। বৈঠকের পর জানিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল এবং প্রধান মুখপাত্র জয়রাম রমেশ। এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবেই ডাকা হয়েছিল অধীররঞ্জন চৌধুরীকে। আলোচনায় এদিন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় একটি প্রস্তাব পাশের প্রসঙ্গ তোলেন অধীরবাবু। সেই প্রস্তাব এদিনের বৈঠকে গৃহীতও হয়েছে। 
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা