দেশ

বোনের বাড়ি যেতে চাওয়ার শাস্তি! বাইকের পিছনে স্ত্রীকে বেঁধে রাস্তায় ঘোরালো বর্বর স্বামী

জয়পুর: বাইকের পিছনে দড়ি দিয়ে দু’পা বাঁধা রয়েছে এক মহিলার। আর সেই বাইকে চেপেই এগিয়ে চলেছে এক ব্যক্তি। পাথুরে রাস্তায় ঘষা লেগে ক্ষতবিক্ষত মহিলার সারা শরীর। রক্ত ঝরছে। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করছেন। কিন্তু বাইক থামছে না। এভাবে টেনে-হিঁচড়ে ঘোরানো হল গোটা গ্রাম। নৃশংসতার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি রাজস্থানের নাগৌর জেলার নহরসিংহপুর গ্রামের। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস।
মাসখানেক আগের ঘটনা। ওই মহিলা জয়সলমীরে বোনের বাড়ি যেতে চেয়েছিলেন। কিন্তু স্বামী রাজি হয়নি। তা সত্ত্বেও জেদ ধরেছিলেন তিনি এবং জোর করে বোনের বাড়ি যেতে চান। এরপরই মহিলাকে মারধর শুরু করে অভিযুক্ত। এখানেই শেষ নয়। স্ত্রীর পা দু’টি বাইকের পিছনে দড়ি দিয়ে বেঁধে গ্রামের পাথুরে রাস্তায় টানতে টানতে নিয়ে যায় সে। পথে একবার বাইক থেকে নেমে ওই মহিলার উপরেই দাঁড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ঘটনার তদন্তে নেমে প্রেমারাম মেঘওয়াল নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায়ই মদ খেয়ে সে স্ত্রীর উপর নির্যাতন চালাত। ঘটনার সূত্র ধরে আরও একটি বিষয় সামনে এসেছে। রাজস্থানের ঝুনঝুনু, পালি ও নাগৌর জেলায় মহিলা কেনার প্রথা রয়েছে। মূলত মোটা টাকায় মহিলাদের কিনে বিয়ে করা হয়। তারপর খাটানো হয় দাসীর মতো। ঘরে, চাষের জমিতে কাজ করানোর পাশাপাশি ইচ্ছেমতো স্বামীদের যৌন চাহিদা মেটাতে হয় তাঁদের। অন্যথায় কপালে জোটে অকথ্য অত্যাচার। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ১০ মাস আগে ২ লক্ষ টাকায় কিনেছিল এই মহিলাকে।
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা