দেশ

জেপিসি আটকাতে মরিয়া বিজেপি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে বিরোধীদের যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি যতই জোরালো হচ্ছে, ততই সরকারপক্ষ তথা বিজেপির মধ্যে ওই রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার প্রবণতা বাড়ছে। সোমবারের পর মঙ্গলবারও বিজেপি বলেছে, হিন্ডেনবার্গ রিপোর্ট ভারতের অর্থনীতিকে ধ্বংস করার একটি বিশেষ ষড়যন্ত্র। আর কংগ্রেস এই চক্রান্তের মাস্টারমাইন্ড। রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘হিন্ডেনবার্গ রিপোর্টে এমন একটিও অংশ নেই যেখানে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। সবটাই অভিযোগের স্তরে রাখা হয়েছে। আর তা এমনভাবে রাখা হয়েছে যাতে শেয়ারবাজার এবং ভারতের আর্থিক ব্যবস্থাকে টালমাটাল করা যায়। এদিকে হিন্ডেনবার্গের রিপোর্টের বিস্তারিত তথ্যে দেখা যাচ্ছে, এদেশের কোম্পানির বিদেশে থাকা বেনামী এবং ভুয়ো যে ১৩টি সংস্থার বিরুদ্ধে সেবির তদন্ত করার কথা, বেছে বেছে সেগুলির মধ্যেই দু’টি সংস্থায় লগ্নি করেছেন সেবি প্রধান মাধবী বুচ ও তাঁর স্বামী। যে কর্পোরেট সংস্থার বিরুদ্ধে অভিযোগ বিদেশে এই বেনামী সংস্থা পরিচালনার, সেই কর্পোরেট প্রধানের পরিবারের এক সদস্যই ওই বেনামী সংস্থার পরোক্ষ মালিক। যৌথ সংসদীয় কমিটির অধীনে তদন্ত শুরু হলে একের পর এক নতুন তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা। সরকারের শীর্ষ স্তরের শঙ্কা দলের কোনও পদাধিকারীর যোগসূত্র যদি জেপিসি তদন্তে উঠে আসে, সেটা চরম অস্বস্তি তৈরি করবে। আর তাই মঙ্গলবার আবার বিরোধী জোটের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, হিন্ডেনবার্গের রিপোর্টকে মিথ্যা প্রমাণ করতে বিজেপি এবং সরকারপক্ষ এত মরিয়া কেন?
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা