দেশ

সভাপতি ঠিক করতে তৎপরতা বিজেপির, ১৭ আগস্ট বৈঠক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাল, স্বাধীনতা দিবসের পরেই দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতি বাছাই নিয়ে প্রস্তুতি পুরোদমে শুরু করে দিতে চলেছে বিজেপি। প্রধানত সেই লক্ষ্যেই আগামী ১৭ আগস্ট দিল্লিতে গুরুত্বপূর্ণ জাতীয় পদাধিকারীদের বৈঠক ডেকেছে বিজেপি। সেখানে হাজির হতে বলা হয়েছে বাংলা সহ সবক’টি রাজ্যের বিজেপি সভাপতি এবং সাধারণ সম্পাদকদের। মনে করা হচ্ছে, এই বৈঠকে দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতি নিয়ে ধোঁয়াশা কাটতে চলেছে। 
বিজেপির অন্দরে এ বিষয়ে মূলত দু’টো সম্ভাবনাকে মাথায় রেখে চর্চা শুরু হয়েছে। একটি হল সর্বভারতীয় সভাপতি হিসেবে জে পি নাড্ডারই মেয়াদ আগামী জানুয়ারি মাস পর্যন্ত বৃদ্ধি করা। আর দ্বিতীয়টি হল দলের পরবর্তী স্থায়ী সর্বভারতীয় সভাপতি বাছাই না করে আপাতত একজন কার্যনির্বাহী সভাপতি নিয়োগ করা। এক্ষেত্রে পদে না থাকলেও যাবতীয় সাংগঠনিক কাজকর্ম বকলমে দেখবেন নাড্ডাই। হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, জম্মু-কাশ্মীর - এই চার রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর সাংগঠনিক নির্বাচন করে স্থায়ী সভাপতি বাছা হবে। দলের পরবর্তী সভাপতি হিসেবে বিজেপির অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সঙ্ঘ ঘনিষ্ঠ সুনীল বনসলের নাম দীর্ঘদিন ধরেই চর্চায় রয়েছে। এরই পাশাপাশি জল্পনা ছড়িয়েছে, কোনও মহিলা মুখকেও দলের একেবারে শীর্ষতম পদে এবার নিয়ে আসতে পারে বিজেপি। 
গত রবিবার দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাড়িতে দীর্ঘ বৈঠক করেছে বিজেপি-আরএসএস। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সঙ্ঘের দু’জন শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসাবলে ও অরুণ কুমার। জানা যাচ্ছে, আগামী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর কেরলের পালাক্কাড়ে সঙ্ঘের সমন্বয় বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিয়োগ সংক্রান্ত বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি চাইছে সঙ্ঘ পরিবার। জানা যাচ্ছে, জাতীয় পদাধিকারীদের বৈঠকে বাংলার পরবর্তী সভাপতি নিয়েও ধোঁয়াশা কাটতে পারে। 
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা