দেশ

বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি রামদেবের

নয়াদিল্লি: পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন যোগগুরু রামদেব ও তাঁর সহযোগী বালকৃষ্ণ। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় মঙ্গলবার যবনিকা টানল সুপ্রিম কোর্ট।  পাশাপাশি, ভবিষ্যতে যাতে এরকম ভুল আর না হয়, সে বিষয়ে রামদেব ও তাঁর সহযোগীকে সতর্ক করে দিয়েছে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। 
প্রসঙ্গত, পতঞ্জলি সংস্থার বিভিন্ন পণ্য সম্পর্কে বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় অতীতে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রামদেব ও বালকৃষ্ণকে। যার জন্য আদালতের নির্দেশ মতো পতঞ্জলির তরফে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাওয়া হয়। কিন্তু, ক্ষমা প্রার্থনার ভাষা যথাযথ বা আন্তরিক ছিল না বলে জানায় সুপ্রিম কোর্ট। এরপর রামদেব দেশের শীর্ষ আদালতের কাছে ক্ষমা চান। বিতর্কের সূত্রপাত দেশজুড়ে করোনা মহামারীর প্রকোপের সময়ে। ২০২১ সালে পতঞ্জলি ‘করোনিল’ নামে একটি ওষুধ বাজারে আনে। রামদেবের দাবি ছিল, এই ওষুধ করোনার উপশমে অব্যর্থ। এটিই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) স্বীকৃত করোনা প্রতিরোধী প্রথম কার্যকরী ওষুধ। যা নিয়ে বিরোধ বাধে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর সঙ্গে। তারা জানায়, এই দাবি সর্বৈব মিথ্যা। এরপরই অ্যালোপ্যাথি ওষুধ সম্পর্কে ‘আপত্তিকর’ ও ‘বিতর্কিত’ মন্তব্য করেন রামদেব। যার প্রেক্ষিতে আইএমএ-র তরফে রামদেবকে আইনি নোটিস পাঠানো হয়। সাধারণ মানুষকে ‘বিভ্রান্ত’ করার অভিযোগে মামলা গড়ায় আদালতে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মিলল স্বস্তি। রামদেব ও তাঁর সহযোগী বালকৃষ্ণকে সতর্ক করে সংশ্লিষ্ট মামলাটি ‘বন্ধ’ করে দিল সুপ্রিম কোর্ট। 
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা