বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

হাসপাতালে চিকিৎসার আবদারে পালানোর ছক বন্দি আফতাবের? 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেসিডেন্সি জেলে রয়েছে মার্কিন তথ্যকেন্দ্রে জঙ্গিহানা ও খাদিম কর্তা অপহরণ মামলার মূল সাজাপ্রাপ্ত অপরাধী জঙ্গি আফতাব আনসারি। তার নিত্যনতুন আবদার ও ফরমান নিয়ে অতিষ্ঠ জেল কর্তৃপক্ষ। তার উপর সে কিছুদিন ধরেই মাঝেমধ্যে জেল কর্তৃপক্ষকে জানায়, তার চোখে কিছু সমস্যা হচ্ছে, তাকে যেন কোনও হাসপাতালে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করানো হয়। কিন্তু প্রেসিডেন্সি জেল হাসপাতালের ডাক্তাররা আফতাবের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, তার চোখের কোনও সমস্যা নেই। জেল হাসপাতাল থেকে তাকে  জানিয়েও দেওয়া হয়, যদি তার চোখের কোনও সমস্যা হয়, অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। স্বভাবতই এর পিছনে ওই ‘হাইপ্রোফাইল’ বন্দির কোনও ছক আছে কি না তা খতিয়ে দেখছে জেল কর্তৃপক্ষ। 
কারাদপ্তর সূত্রের খবর, আফতাবের মতো বিপজ্জনক বন্দিকে জেল থেকে বাইরে বের করে আনার ব্যাপারে নানা সরকারি বিধিনিষেধ আছে। বিশেষ করে চিন্তায় রেখেছে তার নিরাপত্তার বিষয়টি। তাই সেক্ষেত্রে তার যদি কোনও শারীরিক সমস্যা হয়েই থাকে, তাহলে জেল হাসপাতালের পাশাপাশি অন্যকোনও সরকারি হাসপাতালের ডাক্তাররাও গিয়ে তাকে পরীক্ষা-নিরীক্ষা করবেন। এক অফিসারের কথায়, স্রেফ আফতাবের নিরাপত্তার কারণেই, ভিন রাজ্যে তার বিরুদ্ধে যেসব মামলা ছিল, তার জন্য জেল থেকে ভিডিও কনফারেন্সই হয়েছে। তাতে সমস্যা কিছু হয়নি। পরবর্তীকালে অন্যান্য মামলাও চলেছে ওই একই পদ্ধতিতে। 
প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, কয়েকবছর আগে কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আফতাবকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্রেফ একজন  সন্ত্রাসবাদী বন্দিকে আনার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালকে রীতিমতো ‘দুর্গে’ পরিণত করা হয়েছিল। তাতে হাসপাতাল কর্মীদের সঙ্গে সাধারণ রোগীর বাড়ির লোকজনকেও নানা সমস্যায় পড়তে হয়।  তার থেকে শিক্ষা নিয়ে আর তাকে জেল থেকে বার করা হয়নি। এমনকী, তার সেল থেকে একবার স্যাটেলাইট ফোন পর্যন্ত উদ্ধার হয়। অভিযোগ, ওই ফোন থেকে তার করাচির বাড়িতে সে নিয়মিত কথা বলত। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিস আফতাবের সেল থেকে ওই দামী ফোনটি বাজেয়াপ্ত করে। তারপর থেকে সংশ্লিষ্ট সেলের বাইরে বাড়ানো হয় সর্বক্ষণের পাহারা। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শোরগোল সৃষ্টি হওয়ায় রাতারাতি জেলের  কয়েকজনকে বদলি করা হয়।
জেল সূত্রের খবর, এই সন্ত্রাসবাদী বন্দির বায়না নিয়ে জেল কর্তৃপক্ষ আজ নাজেহাল। বিশেষ করে খাবার দাবার নিয়ে সে মাঝে মধ্যেই ঝামেলা করছে, বিভিন্ন ফাস্টফুডের আবদার জুড়ে দিচ্ছে। মাঝেমধ্যে সেসব তাকে দেওয়াও হয়। জেলকর্মীদের একাংশে কথায়, জেলের নিয়ম অনুসারে সব বন্দিরই অধিকার সমান। সকলের প্রাপ্য খাবার আফতাবকেও দেওয়া হয়। তারপরও তার আবদার একটু বেশি। 
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা