দেশ

উত্তরপ্রদেশে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ধৃত সমাজবাদী পার্টির নেতা

লখনউ: কাজ দেবেন বলে কিশোরীকে বাড়িতে ডেকে ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান  সমাজবাদী পার্টির নেতা নবাব সিং যাদব। ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোমবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিস। কনৌজের পুলিস সুপার অমিত কুমার জানিয়েছেন, সোমবার রাত দেড়টা নাগাদ হেল্পলাইন নম্বর ১১২-তে একটি ফোন আসে। ফোনে এক কিশোরী জানায়, তাকে হেনস্তার চেষ্টা করা হচ্ছে।’ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে পুলিস। নবাব সিং যাদবকে গ্রেপ্তার করা হয়। সে সময় সপা নেতা আপত্তিকর অবস্থায় ছিলেন বলে পুলিস জানিয়েছে। মঙ্গলবার নবাবকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত।
পুলিসকে কিশোরী জানিয়েছে, সে বহুদিন ধরেই কাজ খুঁজছে। সোমবার কাজের সন্ধানে কাকিমার সঙ্গে সে নবাব সিং যাদবের বাড়িতে গিয়েছিল। সে সময়ই তাকে ধর্ষণের চেষ্টা করেন সপা নেতা। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন নবাব। তাঁর কথায়, তিনি ষড়যন্ত্রের শিকার। নবাব সিং বলেন, ‘এটা একটি ষড়যন্ত্র। আমি সুবিচারের জন্য লড়াই চালিয়ে যাব।’ 
নবাব সিংয়ের গ্রেপ্তারি নিয়ে এখন সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী অভিযোগ করেন, ‘নবাব সিং কোনও সাধারণ নেতা নন। তিনি সপা সাংসদ ডিম্পল যাদবের প্রতিনিধি। তাঁই তাঁকে আড়াল করার চেষ্টা হচ্ছে।’ তবে নবাব সিং থেকে দূরত্ব বাড়িয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে সপা। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নবাব সিং যাদব দলের সদস্য নন। বহুদিন ধরেই তিনি সমাজবাদী পার্টির বিরুদ্ধে কাজ করছেন। তাই সপার সঙ্গে তাঁর যোগসূত্র খোঁজা ঠিক হবে না।’  
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা