দেশ

মধ্যপ্রদেশে সঙ্ঘ নেতাদের লেখা বই পড়তে হবে কলেজ পড়ুয়াদের, নির্দেশ সরকারের

ভোপাল: কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপির বিরুদ্ধে সুকৌশলে শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ উঠেছে। যার প্রত্যক্ষ প্রমাণ ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’। এবার সেই একই অভিযোগে বিদ্ধ বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ। সম্প্রতি সেরাজ্যের সমস্ত কলেজগুলির পাঠ্যক্রমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নেতাদের লেখা বইগুলিকে অন্তর্ভূক্ত করার নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর। অর্থাৎ, কলেজ পড়ুয়াদের এবার থেকে সঙ্ঘ নেতাদের লেখা বই পড়তে হবে। তবে এঘটনা প্রকাশ্যে আসার পরই বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে বিজেপি। কংগ্রেস আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।
সম্প্রতি মধ্যপ্রদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজগুলির অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের সিনিয়র আধিকারিক ধীরেন্দ্র শুক্লা। সেখানে মোট ৮৮টি বইকে কলেজ লাইব্রেরিতে স্থান দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বইগুলি সুরেশ সোনি, দীননাথ বাত্রা, ডি অতুল কোঠারি, সন্দীপ ওয়াসলেকর, দেবেন্দ্র রাও দেশমুখের মতো প্রথম সারির আরএসএস নেতাদের রচিত। উল্লেখ্য, এই নেতাদের প্রত্যেকে হিন্দুত্ববাদী সংগঠনটির শিক্ষা সেল ‘বিদ্যা ভারতী’র সঙ্গে যুক্ত। উচ্চশিক্ষা দপ্তরের দাবি, জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই কলেজ পাঠ্যসূচিতে এই বইগুলিকে স্থান দেওয়ার কথা বলা হয়েছে। এমনকী, স্নাতকস্তরে এই বইগুলি নিয়ে আলোচনার জন্য কলেজগুলিতে গেরুয়া রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত বিশেষ সেল গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। রাজ্য নির্দেশিত ৮৮টি বইয়ের মধ্যে বিশেষ করে দীননাথ বাত্রার লেখা ১৪টি বই নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। ‘বিদ্যা ভারতী’র প্রাক্তন সাধারণ সম্পাদক দীননাথ বিতর্কিত চরিত্র। এর আগে একাদশ শ্রেণির হিন্দি পাঠ্যপুস্তক থেকে পাঞ্জাবের বিপ্লবী কবি অবতার পাশের ‘সবসে খতরনাক’ কবিতাটি বাতিলের পক্ষে সোচ্চার হয়েছিলেন। এবার ফের প্রতিবাদে সোচ্চার হয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অভিযোগ, মধ্যপ্রদেশের বিজেপি সরকার পড়ুয়াদের মগজে এভাবেই বিভাজন নীতি এবং ঘৃণ্য মতাদর্শের চাষ করতে চাইছে।
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা