দেশ

বোনের বিরুদ্ধে স্ত্রীকে প্রার্থী করা ভুল ছিল, স্বীকারোক্তি অজিতের

পুনে: বিলম্বিত বোধোদয়! রাজনীতির লড়াই বাড়ির অন্দরে ঢুকতে দেওয়া উচিত হয়নি বলে স্বীকার করলেন এনসিপির অজিত গোষ্ঠীর প্রধান তথা মহরাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। একইসঙ্গে তাঁর দাবি, বারামতী আসনে স্ত্রী সুনেত্রা পাওয়ারকে বোন সুপ্রিয়া সুলের বিরুদ্ধে প্রার্থী করার সিদ্ধান্ত ভুল ছিল। মহারাষ্ট্রজুড়ে জনসম্মান যাত্রা শুরু করেছেন অজিত। তার ফাঁকে এক সাক্ষাত্কারে তিনি জানান, সুনেত্রাকে প্রার্থী করা নিয়ে এনসিপির সংসদীয় দল সিদ্ধান্ত নিতে ভুল করেছিল। একইসঙ্গে কাকা শারদ পাওয়ারকে ‘পরিবারের প্রধান’। তিনি কোনও সমালোচনা করলে পাল্টা মন্তব্য করবেন না বলেও জানিয়েছেন অজিত। তাঁর জোটসঙ্গী বিজেপি ও একনাথ সিন্ধের শিবসেনার নেতারা যেভাবে শারদকে আক্রমণ করছেন, তার সঙ্গেও একমত নন অজিত। তাঁর বক্তব্য, জোটসঙ্গীদের সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন। আর এর পরেই জল্পনা ছড়িয়েছে যে, লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ফের কি শারদ পাওয়ারের কাছাকাছি আসতে চাইছেন অজিত? 
শারদ পাওয়ারের তৈরি এনসিপি থেকে আলাদা দল গড়েন অজিত। পরে নির্বাচন কমিশন অজিতের দলকেই আসল এনসিপি বলে স্বীকৃতি দেয়। বারামতী আসনে শারদ-কন্যা সুপ্রিয়ার বিরুদ্ধে প্রার্থী হন সুনেত্রা। লোকসভা নির্বাচনে বৌদি-ননদের ‘সম্মানের লড়াই’ নিয়ে চর্চা শুরু হয়। কিন্তু সুনেত্রাকে দেড় লক্ষ ভোটে হারিয়ে চতুর্থ বারের জন্য সাংসদ হন সুপ্রিয়া। নির্বাচনের প্রচারে একাধিকবার বোনের বিরুদ্ধে সরব হয়েছিলেন অজিত। কিন্তু সাক্ষাত্কারে তিনি দাবি করেছেন, ‘আমি আমার সব বোনকে ভালোবাসি। রাজনীতিকে কখনই ঘরে ঢুকতে দেওয়া উচিত হয়নি। আমার বোনের বিরুদ্ধে সুনেত্রাকে প্রার্থী করে ভুল করেছি। এটা হওয়া উচিত ছিল না।’ এবারের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে ৩০টি আসনেই জয়লাভ করে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’।  অজিতের এনসিপি মাত্র একটি আসনে জয়লাভ করে। 
এরই মধ্যে সুপ্রিয়া সুলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার পুনে পুলিস জানিয়েছে, এই নিয়ে একটি মামলা দায়ের হয়েছে। বারামতীর সাংসদ রবিবার এক্স হ্যান্ডলে জানান, তাঁর ফোন ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সোমবার হ্যাকাররা মেসেজ পাঠিয়ে তাঁর কাছ থেকে ৪০০ মার্কিন ডলার দাবি করছে বলেও জানান সুপ্রিয়া। এরপরই তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা