দেশ

বাণিজ্যে গতি আনতে পেট্রাপোলে বৈঠক দু’দেশের ব্যবসায়ীদের

সংবাদদাতা, বনগাঁ: বাণিজ্যে গতি আনতে পেট্রাপোল সীমান্তে বৈঠক করল ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা। মঙ্গলবার পেট্রাপোল-বেনাপোল সীমান্তে জিরো পয়েন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে এছাড়াও ছিলেন দু’দেশের ক্লিয়ারিং এজেন্ট ও তাদের সংগঠনের সদস্যরা। বাণিজ্যে গতি আনতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি কোটা বিরোধী ইস্যুতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ওদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ চেহারা নেয়। বহু মানুষের প্রাণ যায় আন্দোলনে। গত ৫ আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ হয়ে যায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য। তিনদিন পর বাণিজ্য চালু হলেও তা ধীরগতিতে চলছে। এদিনের বৈঠকে বাণিজ্যে গতি আনতে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বন্দর বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণত প্রতিদিন এই সীমান্ত দিয়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য বাংলাদেশে যায়। ওদেশ থেকেও বহু ট্রাক পণ্য নিয়ে এদেশে আসে। তবে বর্তমান সময়ে সেই সংখ্যা অনেকটাই কমেছে। ব্যবসা কম হওয়ায় রপ্তানিকারকদের মধ্যে নানা প্রশ্ন দানা বাঁধছে। অনেকেই মনে করছেন, বাংলাদেশে ফের নতুন করে অশান্তি দেখা দিয়েছে। যদিও পেট্রাপোলের ব্যবসায়ীদের দাবি, ওদেশে অশান্তির জেরে ইন্টারনেট পরিষেবা, ব্যাঙ্কিং পরিষেবা প্রভৃতি ব্যাহত হয়েছে। এখনও সব জায়গায় বিভিন্ন সরকারি পরিষেবা স্বাভাবিক হয়নি। সেকারণেই বাণিজ্য ধীরগতিতে চলছে। এদেশের পণ্য বোঝাই ট্রাক ওপারে গেলে খালি হতে সময় লাগছে। ফলে খরচও বাড়ছে। পেট্রাপোল ক্লিয়ারিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ট্রাক খালি হতে অনেক সময় লাগছে। এদিন আমরা দু’দেশের প্রতিনিধিরা আলোচনা করলাম। আশাকরি সমস্যা মিটে যাবে। গতি আসবে বাণিজ্যে।
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা