দেশ

ত্রিপুরা পঞ্চায়েত ভোটে জয় বিজেপির

বিশেষ সংবাদদাতা, আগরতলা: প্রত্যাশামতোই ত্রিপুরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয় পেল বিজেপি। সোমবার রাজ্যজুড়ে ৩৫টি গণনাকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোট গণনা। বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায় ফলাফলের গতিপ্রকৃতি। মনোনয়ন পর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ৭১ শতাংশ আসন পদ্মশিবিরের হাতে চলে এসেছিল। এবার বাকি আসনের বড় অংশেই উড়ল গেরুয়া পতাকা। 
গোটা রাজ্যে বিজেপির জয়জয়কারের মধ্যেই অন্যচিত্র দেখা গিয়েছে ঊনকোটি জেলায়। কৈলাশহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত ২০টি পঞ্চায়েতের মধ্যে মোট সাতটির দখল নিয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস। এই পঞ্চায়েতগুলি হল-খাওরাবিল, মাগুরউলি, লাটিয়াপুড়া, রাঙাউটি, পশ্চিম ইয়াজেখাওরা, পূর্ব ইয়াজিখাওরা এবং ইরানি। 
পশ্চিম জেলার খয়েরপুর পুরাতন আগরতলা ব্লকে জেলা পরিষদের তিনটি আসনেই জয়ী হন বিজেপি প্রার্থীরা। ঊনকোটি জেলার চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ন’টি আসনে ভোট হয়েছিল। রাত পর্যন্ত তিনটি আসনের ফল ঘোষণা করা হয়েছে। তিনটিতেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। ধলাই জেলার জেলা পরিষদের দু’টি আসনেও জয়ী গেরুয়া শিবির।
ত্রিপুরা নির্বাচন কমিশন সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েতে ৬ হাজার ৩৭০টি আসনের মধ্যে৪ হাজার ৫৫০টি আসনে (৭১ শতাংশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়শাসকদল বিজেপি। পঞ্চায়েত সমিতির ৪২৩টি আসনের মধ্যে ২৪৪টিতে ও জেলা পরিষদে ১১৬টি আসনের মধ্যে ২০টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় পদ্মশিবির। আজ, মঙ্গলবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা