দেশ

আগ্রাসী রাহুলকে রুখতে ফের আসরে নামবে ইডি, জল্পনা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কয়েকদিন আগেই রাহুল গান্ধী প্রকাশ্যে জানিয়েছিলেন যে, তাঁকে শীঘ্রই জেরা করবে কেন্দ্রীয় এজেন্সি ইডি। তিনি বলেছিলেন, সংসদে যে বক্তৃতা তিনি দিয়েছেন, সেই চক্রব্যূহ সংক্রান্ত ভাষণ কয়েকজনের ভালো লাগেনি। তাই এবার ইডি আমাকে নোটিস পাঠাবে। এমনকী রাহুল এক ধাপ এগিয়ে বলেছিলেন, ইডির অন্দর থেকেই তিনি গোপনে এই খবর পেয়েছেন। সেই গোপন সোর্স নাকি তাঁকে বলেছে যে, শীঘ্রই রেইড করা হবে রাহুলের বিরুদ্ধে। তিনি সোস্যাল মিডিয়ায় কৌতুকের সুরে বলেন, আমি ইডি ডিরেক্টরের সঙ্গে চা বিস্কুট খাবার জন্য অপেক্ষা করছি। সংসদের অধিবেশনে সমাপ্ত হওয়ার পরই হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হয়েছে। শেয়ার বাজারের নিয়ন্ত্রক সেবি প্রধানের বিরুদ্ধে ওই রিপোর্টে অভিযোগ তোলা হয়েছে, তাঁর পারিবারিক লগ্নি আছে বিদেশে বেনামী সংস্থার শেয়ারে। সেই কারণেই শেয়ার বাজার নিয়ে শীর্ষস্তরের কর্পোরেট সংস্থার বিরুদ্ধে তদন্ত অগ্রসর হয় না। কারণ যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তার শেয়ারহোল্ডার যদি তদন্তকারী হন, তবে তদন্ত হবে কীভাবে। এরপরই আবার মুখ খুলেছেন রাহুল গান্ধী। গোটা দেশকে সতর্ক করে বলেছেন, শেয়ার বাজারে বিগত কিছু বছর ধরে সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত অর্থ লগ্নি করছে। তাদের বলব, সতর্ক থাকুন। শেয়ার বাজারের গতিপ্রকৃতি স্বাভাবিক নয়। নানাবিধ স্বার্থান্বেষী চক্র কৃত্রিম বৃদ্ধি দেখায়। অতীতে আমরা এর সাক্ষী হয়েছি। তাই শেয়ার বাজার নিয়ে অতি উৎসাহী হবেন না। হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে রাজনৈতিক তোলপাড় এবং রাহুলের আগ্রাসী আক্রমণের সময়ই জল্পনা তুঙ্গে উঠেছে যে, লোকসভার বিরোধী নেতাকে আবার জেরা করার তোড়জোড় করছে ইডি। কোন মামলা অথবা অভিযোগের তদন্ত, সেটা অনিশ্চিত হলেও শোনা যাচ্ছে ন্যাশনাল হেরাল্ড মামলাকেই সামনে রেখে আবার রাহুলকে ডেকে পাঠানো হতে পারে। এমনকী তাঁর আশঙ্কা ও পৃর্বাভাস অনুযায়ী অভিযানও হতে পারে তাঁর অফিস ও বাসভবনে। 
প্রসঙ্গত রাহুলকে এর আগে যখন ইডি দপ্তরে জেরা করা হয়েছিল, সেই সময় তিনি ছিলেন একজন এমপি। টানা ১১ ঘণ্টাও জেরা করা হয়। এখন রাহুল লোকসভার বিরোধী দলনেতা। প্রটোকলের দিক থেকে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল। সুতরাং এবার যদি সত্যিই তাঁকে জেরা করা হয় সেক্ষেত্রে ইডির আচরণ ও মোডাস অপারেন্ডি কেমন হবে, সেটা নিয়েও চর্চা শুরু হয়েছে। কংগ্রেস এবং বিজেপির মধ্যেও শুরু হয়ে গিয়েছে প্রবল স্নায়ুর লড়াই। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা