দেশ

সেবি প্রধানকে বাঁচাতে বিজেপি কেন এত তৎপর? হিন্ডেনবার্গ ইস্যুতে প্রশ্ন তুলছে ঐক্যবদ্ধ বিরোধী শিবির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ ভারতের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধানের গোপন লগ্নির কথা ফাঁস করেছে। একটি বিশেষ কর্পোরেট সংস্থার বিরুদ্ধে সেবির তদন্তের অগ্রগতি হয়নি। বিরোধীদের এই অভিযোগের প্রেক্ষিতে এই রিপোর্টে দাবি, সেবি প্রধানের পারিবারিক লগ্নি ছিল ওই সংস্থার বিদেশি বেনামি কোম্পানিতে। হিন্ডেনবার্গের এই রিপোর্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সেবি প্রধানকে আড়াল করতে সবথেকে বেশি সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। আর শাসক দলের এই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। দলের অন্দরেও এব্যাপারে অস্বস্তি দেখা দিয়েছে বলে খবর। 
কংগ্রেস বলেছে, এখানে বিজেপির বিরুদ্ধে তো কোনও অভিযোগ তোলা হয়নি। এনডিএ সরকারকেও অনিয়মের দায়ে অভিযুক্ত করা হয়নি। হিন্ডেনবার্গ রিপোর্টে একজন ব্যক্তির ব্যক্তিগত গোপন আর্থিক লগ্নি নিয়ে অভিযোগ তোলা হয়েছে। তাহলে  বিজেপি ৪৮ ঘণ্টা ধরে সেই রিপোর্টকে মিথ্যা প্রমাণ করতে মরিয়া হয়ে নেমে পড়ল কেন? মহেশ জেঠমালানি থেকে রবিশংকর প্রসাদ। অমিত মালব্য থেকে গৌরব ভাটিয়া। হঠাৎ বিজেপি মুখপাত্র এবং সিনিয়র নেতা ও এমপিরা কেন সেবি প্রধানকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়লেন? রবিবার রাত থেকেই হিন্ডেনবার্গ রিপোর্টকে ভিত্তিহীন এবং প্রমাণহীন প্রতিপন্ন করতে বিজেপি নেমে পড়েছে। এমনকী, তারা এর পিছনে মোদি সরকারকে অপদস্থ করা এবং ভারতের আর্থিক সুস্থিতিতে ধ্বংসের আন্তর্জাতিক চক্রান্তের সন্ধান পেয়েছে। পাশাপাশি বিজেপি আক্রমণ করেছে রাহুল গান্ধীকেও।  হিন্ডেবার্গের রিপোর্টের প্রসঙ্গ টেনে রাহুল সতর্কবার্তা জারি করেছেন শেয়ারবাজার সম্পর্কে। আর সেই কারণেই বিজেপি সোমবার বলেছে, যেখানে সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে যে, শেয়ার বাজারে কোনও  কৃত্রিম অনুঘটকের মাধ্যমে অনিয়ম করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি, সেখানে হিন্ডেনবার্গ রিপোর্ট এবং কংগ্রেস এভাবে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে। এর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। হিন্ডেনবার্গ রিপোর্ট যে তথ্য ফাঁস করেছে, সেটার মধ্যে কোনও প্রামাণ্য নথি ও বিশ্বাসযোগ্য তথ্য নেই। তাই বোঝা‌ই যাচ্ছে এটা ইচ্ছাকৃত এক অপপ্রয়াস। 
এব্যাপারে বিজেপির তৎপরতা নিয়ে শুধু যে কংগ্রেস তথা বিরোধীরা প্রশ্ন তুলছে তাই নয়। জানা যাচ্ছে, বিজেপির অন্দরেও অস্বস্তি তৈরি হচ্ছে। সেখানেও একই প্রশ্ন উঠেছে যে, দল কেন উপযাচক হয়ে সেবি প্রধানকে রক্ষা করার চেষ্টা করছে? হিন্ডেনবার্গ রিপোর্টে সেবি নামক সংস্থা নিয়ে কিছু বলা হয়নি। প্রধান পরিচালকের ব্যক্তিগত লগ্নি যে সন্দেহের ঊর্ধে নয়, এই প্রশ্ন তুলছে। সেই অভিযোগ বিবৃতি নিয়ে অস্বীকার করেছেন সংস্থার প্রধান। কিন্তু এব্যাপারে বিজেপি নিজেকে কেন জড়াচ্ছে? এর ফলে আরও বেশি করে বিরোধীদের অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার শঙ্কা থেকে যাচ্ছে যে, বিজেপির নিজস্ব কোনও স্বার্থ আছে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা