দেশ

ইউজিসি-নেট বাতিলকে চ্যালেঞ্জ করে দায়ের মামলা খারিজ সর্বোচ্চ আদালতের

নয়াদিল্লি (পিটিআই): ইউজিসি-নেট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সোমবার মামলাটি খারিজ করে দিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। এর আগে এই পরীক্ষা নেওয়া হয়েছিল ১৮ জুন। কিন্তু, প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় পরের দিনই শিক্ষামন্ত্রক পরীক্ষাটি বাতিল করে দেয়। পাশাপাশি, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। ফের এই পরীক্ষার দিন ধার্য হয়েছে ২১ আগস্ট। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ন’লক্ষ। এরইমধ্যে ইউজিসি-নেট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন পরীক্ষার্থী। কিন্তু এদিন প্রধান বিচারপতি জানান, বর্তমান পরিস্থিতিতে বাতিল ইউজিসি-নেট মামলার শুনানি হলে তার একটা বিরূপ প্রভাব পড়বে। এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে। পরীক্ষার্থীরা এক গভীর অনিশ্চয়তার সম্মুখীন হবেন। বরং, নির্ধারিত দিনে নির্বিঘ্নে পরীক্ষাটি হওয়াই বাঞ্ছনীয়। এই যুক্তিতেই এদিন পবন দাবাস ও অন্যান্যদের মামলাটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। 
এর আগে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেছিলেন, কোনও  ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নন, এই মামলা দায়ের করেছেন একজন আইনজীবী (উজ্জ্বল গৌড়)। ইউজিসি-নেট বাতিল করায় শিক্ষামন্ত্রক এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাটি করেছিলেন তিনি।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা