দেশ

কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট চলতি বছরেই,  নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কন্টাই তথা কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন আর পিছচ্ছে না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের নির্বাচন সম্পন্ন করতে হবে। সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ জানিয়ে দিল, নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করতে হবে। ৩১ অক্টোবরের মধ্যে তৈরি করতে হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর পরেও ভোটার তালিকা ইস্যুতে কারও কোনও অভিযোগ থাকলে তা আগামী ৩১ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনে জানাতে হবে। তার পরে আর অভিযোগ জানানো যাবে না।
ভোটার তালিকা ইস্যুতেই শুরু গোলমাল। দায়ের মামলা। প্রথমে হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্ট। জনৈক আবেদনকারী রবীন্দ্রনাথ ঠাকুর শীর্ষ আদালতে জানান, ৭৭০ জন ভুয়ো ভোটারকে তালিকায় যুক্ত করা হয়েছে। কলকাতা হাইকোর্টে দায়ের মামলায় মাত্র ছ’জনের নাম ভুয়ো ছিল বলে দাবি করা হয়েছিল। এদিন শুনানিতে আবেদনকারীর আইনজীবী পি এস পাটওয়ালিয়ার ফের দাবি, নতুন ভোটার তালিকা মোতাবেক ১ হাজার ৮৩ জন ভোটার সন্দেহজনক। এগুলির যাচাই হোক।
যদিও কন্টাই সমবায় ব্যাঙ্কের আ‌ইনজীবী শারদ সিংহানিয়া জানান, তালিকায় ভুল নেই। আমরা নির্বাচনের জন্য তৈরি। পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ ইলেকশন কমিশনের আইনজীবী জয়দীপ মজুমদার জানান, আবেদনকারী যে ৭৭০ জনের ভুয়ো তালিকার দাবি করেছিলেন, তা সম্পূর্ণ সঠিক নয়। আমরা কাগজে পাঁচবার বিজ্ঞাপন এবং পরে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে দেখেছি যে, ৭১০ জন মৃত। ৩৬ জন জীবিত এবং এলাকাতেই থাকেন। পাঁচজনের কোনও হদিশ মেলেনি। ১৯ জন এলাকা ছেড়ে চলে গিয়েছেন। 
আদালতকে তিনি অনুরোধ করেন, এখন আবার নতুন করে ১ হাজার ৮৩ জনের কথা বলা হচ্ছে। তবে কি আবেদনকারী ভোট চাইছেন না? এভাবে লাগাতার অভিযোগ করতে থাকলে তো সমস্যা। তাই আদালতকে অনুরোধ, একটা তারিখ তৈরি করে দিন। ঩বিচারপতি সূর্য কান্ত সেই আবেদন গ্রহণ করেন। শুনানির পর্যবেক্ষণে বলেন, এভাবে চলতে থাকলে তো আর ভোটই হবে না। তাই আর বিলম্ব নয়। ৩১ ডিসেম্বরের মধ্যেই ভোটের কাজ শেষ করতে হবে। 
উল্লেখ্য, কন্টাই সমবায় ব্যাঙ্কে দীর্ঘদিন নির্বাচন হচ্ছে না বলেই অভিযোগ। তবে হাই঩কোর্টের নির্দেশের পরে ঠিক হয়, ১১ জুলাই থেকে ১৮ আগস্ট কাঁথি, বেলদা, এগরা, হলদিয়া সহ ন’টি জায়গার জন্য ১২ দফায় নির্বাচন হবে। ফলপ্রকাশ ২৫ আগস্ট। কিন্তু ভুয়ো ভোটার তালিকার অভিযোগের জেরে তা পিছিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার নতুন দিনক্ষণ জানিয়ে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিল শীর্ষ আদালত। 
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা