দেশ

ঢাকায় পালাবদলের সুযোগেই ভারতকে ঘিরতে চাইছে চীন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চেষ্টা চলছিল অনেক আগে থেকেই। বড়সড় সুযোগ এসে গেল বাংলাদেশের ছাত্র আন্দোলনের মাধ্যমে তৈরি হওয়া নৈরাজ্য এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হওয়ায়। জোরকদমে এই সুযোগকে কাজে লাগাতে নেমে পড়েছে চীন। নেপাল, ভুটান ও মায়ানমার তো ছিলই। এবার চট্টগ্রাম, সোনাদিয়া দখলে মরিয়া জিনপিং সরকার। উদ্দেশ্য একটাই, সদকি দিয়ে ভারতকে ঘিরে ধরা।
বাংলাদেশের অচলাবস্থার সুযোগে যুদ্ধকালীন তৎপরতায় চীন অন্তর্বর্তী সরকারের আড়ালে বিএনপির কর্তাদের সঙ্গে শলা-পরামর্শ করে চট্টগ্রাম, সোনাদিয়া এবং কক্সবাজার থেকে ১০ কিলোমিটার দূরের কয়েকটি দ্বীপে পরিকাঠামো নির্মাণে বাংলাদেশকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। বস্তুত চট্টগ্রাম ও সোনাদিয়া বন্দরের উপর চীনের দীর্ঘদিনের চোখ। এবার বাংলাদেশ সরকার যদি চট্টগ্রাম বন্দর থেকে ভারতের পরিকাঠামো সহায়তা বন্ধ করে দিয়ে চীনকে সেখানে সুযোগ করে দেয়, তাহলে, বেজিংয়ের ইচ্ছাপূরণ হবে। একদিকে মায়ানমার ও অন্যদিকে বাংলাদেশের সমুদ্র সীমান্তে ভারতের নাকের ডগায় চীন পারবে নিজেদের অঘোষিত সামরিক বেসস্টেশন তৈরি করতে। অন্যদিকে নেপাল ও ভুটানের ল্যান্ড বর্ডারের পরিকাঠামো নির্মাণে হাজার হাজার কোটি ডলারের সহায়তা ‌চীন দিয়েছে। সুতরাং চীনের প্রধান লক্ষ্য চারদিক থেকে ভারতকে ঘিরে ফেলা। আমেরিকা যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে দীর্ঘকাল ধরে দর কষাকষি করছে, তেমনই চট্টগ্রাম ও সোনাদিয়া বন্দরের পরিকাঠামো নির্মাণের দায়িত্ব পেতে চীন ছিল মরিয়া। শেখ হাসিনা সরকারে থাকাকালীন সেই সুযোগ পাচিছল না চীন। এবার এসেছে সুযোগ। 
মায়ানমারের কোকো আইল্যান্ডে ২০২৩ সাল থেকেই পরিকাঠামো গড়ে তুলেছে চীন। ভারতের সামরিক বিভাগের স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে যে, সেখানে এমনভাবে মনিটরিং সার্ভেল্যান্স ব্যবস্থা চীন গড়ে তুলেছে, যাতে সরাসরি বালেশ্বর এবং বিশাখাপত্তনমের উপর নজরদারি সহজ হয়ে যায়। বালেশ্বর থেকে ভারতের মিসাইল  উৎক্ষেপণ পরীক্ষা প্রক্রিয়া নজরদারির আওতায় আনাই লক্ষ্য। পাশাপাশি বিশাখাপত্তনমে থাকা ভারতের তিন বাহিনির স্ট্র্যাটেজিক উপকরণ কী কী আছে, সেটাও নিয়ে আসা মনিটরিং এর আওতায়। মায়ানমারের অধীন থাকা কোকো আইল্যান্ড অঞ্চলের দুটো দ্বীপে  নয়ের দশক থেকেই চীনের প্রবেশ লক্ষ্য করা গিয়েছে। 
গত বছরের  মে মাস থেকে মায়ানমারের সামরিক সরকারের কাছে ভারত সরকারিভাবে এ ব্যাপারে প্রতিবাদ ও উদ্বেগ জানায়। কিন্তু মায়ানমার মানতে চায়নি যে, তাদের দ্বীপে চীনকে তারা ভারত বিরোধী কাজের সুযোগ দিয়েছে। চলতি বছরের মে মাসেও আবার ভারত একই  উদ্বেগ প্রকাশ করে স্যাটেলাইট ইমেজ পাঠায় মায়ানমার সরকারের কাছে। এবার দেখা গিয়েছে চীন বহু আউটপোস্ট এবং এয়ারক্র্যাফ্ট ল্যান্ডিং ব্যবস্থা করে ফেলেছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা