দেশ

সংখ্যালঘু নির্যাতন: প্রতিবাদের ঝড় এবার বিদেশের মাটিতেও, উদ্বেগ প্রকাশ প্রিয়াঙ্কা গান্ধীর

হিউস্টন ও নয়াদিল্লি: বাংলাদেশে হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদের রেশ এবার আছড়ে পড়ল বিদেশের মাটিতেও। আমেরিকার হিউস্টন ও লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভে শামিল হল বহু মানুষ। বিশাল মিছিল হয়েছে কানাডার টরোন্টো শহরেও। দাবি একটাই, বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। হামলা নিয়ে সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। সোমবার এক্স হ্যান্ডলে কংগ্রেস নেত্রী লিখেছেন, প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমাগত হামলা উদ্বেগজনক। ধর্ম, জাতি, ভাষা বা পরিচয়ের ভিত্তিতে হিংসা, ভেদাভেদ ও আক্রমণ কোনও সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। প্রিয়াঙ্কা আশাপ্রকাশ করেছেন যে, বাংলাদেশ খুব দ্রুত স্বাভাবিক হবে এবং নতুন নির্বাচিত সরকার হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে পদক্ষেপ নেবে।
রবিবার সকালে হিউস্টনের সুগারল্যান্ড সিটি হলে জড়ো হন ৩০০ জনের বেশি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও প্রবাসী বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বী মানুষ। একাধিক সংগঠনের তরফে মিলিতভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘গণহত্যা বন্ধ করতে হবে’ সহ একাধিক প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাঁরা দাবি জানাতে থাকেন, বাংলাদেশে সমস্ত সংখ্যালঘুদের উপর হামলা ঠেকাতে বাইডেন প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। বিক্ষোভকারীদের তরফে দীপ্তি মহাজন বলেন, ‘বাংলাদেশে পালাবদলের সঙ্গে সঙ্গে সেখানে এক কোটি হিন্দু গণহত্যার মুখে বসে রয়েছেন। একের পর এক হামলার খবর মিলছে। অন্য সংখ্যালঘুরাও নিরাপদ নয়। সমস্ত পশ্চিমি দেশকে এশিয়ার এই সঙ্কটে কঠোর হতে হবে। বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুর নিরাপত্তা চাই।’
শনিবার লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হন প্রচুর মানুষ। বাংলাদেশের পতাকা ও পোস্টার নিয়ে সংখ্যলঘুদের উপর নিপীড়নের প্রতিবাদ জানাতে থাকেন তাঁরা। একাধিক মানবাধিকার সংগঠন এই বিক্ষোভে শামিল হয়।  এক প্রবাসী বাংলাদেশি বলেন, ‘সমস্ত ধর্মের মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে, তার জন্যই ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল।’ ব্রিটিশ বেঙ্গলি ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের তরফে এক বিক্ষোভকারী জানান, সকলকে সমানাধিকার দিতে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংশোধন করা প্রয়োজন। শনিবারই টরোন্টো শহরের সিটি হলের কাছে কয়েক হাজার মানুষের মিছিল বের হয়। বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে চাপ তৈরির জন্য কানাডা সরকারের কাছে দাবি জানান মিছিলে অংশগ্রহণকারীরা। নিরঞ্জন সরকার নামে এক বিক্ষোভকারী জানান, তাঁরা চান বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলকে চাপ দিতে হবে।
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা