দেশ

ওষধি গাছের খোঁজ পেলে কেন্দ্রকে জানানোর নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারের গয়ায় ব্রহ্মযোনি পাহাড়ে মিলেছে গুরমার বা মধুনাশিনী গাছের সন্ধান।  পাওয়া গিয়েছে জঙ্গলি জলেবি বা মিষ্টি তেঁতুল, জুজুবে বা একপ্রকার কুলের গাছ। যা ওষধি গুণসম্পন্ন বলেই উঠে এসেছে গবেষণায়। তাই এ ধরনের কোনও ওষধি গুণসম্পন্ন কোনও গাছের সন্ধান পেলেই রাজ্য সরকার তথা গবেষকরা যেন অবিলম্বে তা কেন্দ্রকে জানায়। এই মর্মেই রাজ্যগুলিকে পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি আয়ুর্বেদ তথা আয়ুশ চিকিৎসাকেও বাড়তি জোর দেওয়া হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মতো আয়ুশমন্ত্রক বিভিন্ন গবেষকদের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। দেশিবিদেশি গবেষণাপত্রের ওপর নজর দেওয়া হচ্ছে।
মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠান ‘কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ড্রাসট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর) মধুমেয় নিয়ন্ত্রণে আনতে ‘বিজিআর-৩৪’ নামে যে ওষুধ তৈরি করেছে, তার মধ্যে এই গুরমার বা মধুনাশিনী ওষধি গুণসম্পন্ন গাছের অংশ ব্যবহার করা হয়। নয়াদিল্লির এইমসও তার গবেষণায় জানিয়েছ, এই দাওয়াই স্রেফ ডায়াবেটিসই নয়, ওবেসিটি কমাতেও কাজে লাগে। বিশ্বস্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, ভারতে এখন প্রায় ৭ কোটি ৭০ লক্ষ মানুষ ডায়াবেটিক। আড়াই কোটি নাগরিক রয়েছেন ঝুঁকিতে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রি-ডায়াবেটিক। তাই সেই রোগ নিয়ন্ত্রণে রাখতে আধুনিক চিকিৎসার পাশাপাশি ‘বিজিআর-৩৪’র মতো আয়ুর্বেদ ওষুধ প্রভূত উপকারী। আর সেই ওষুধের উপাদানের সন্ধান মিলেছে বিহারে।
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা