দেশ

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৭, আহত ১৬

জেহানাবাদ: বাবা সিদ্ধেশ্বরনাথ মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে সাত পুণ্যার্থীর। আহত আরও ১৬। মৃতদের মধ্যে ছ’জন মহিলা। রবিবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনাটি বিহারের জেহানাবাদ জেলার। প্রাথমিক তদন্ত অনুযায়ী, কাঁওয়ার যাত্রীদের মধ্যে বচসার জেরেই এই বিপত্তি। কয়েকজন প্রত্যক্ষদর্শীর অবশ্য দাবি, ভিড় সামলাতে লাঠিচার্জ করেছিল পুলিস। তাতেই এই দুর্ঘটনা। প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা করার নির্দেশও দিয়েছেন তিনি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও শেষকৃত্যের জন্য মৃতদের পরিবারকে ২০ হাজার টাকা দেবে জেলা প্রশাসন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। জেলাশাসক অলঙ্কৃতা পান্ডে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে মন্দির চত্বরে পর্যাপ্ত পুলিস মোতায়েন করা রয়েছে। তাঁর কথায়, ‘স্থানীয়দের দাবি, মন্দিরের বাইরে একদল কাঁওয়ার যাত্রীর সঙ্গে ফুল বিক্রেতাদের বচসা বাধে। দুর্ঘটনার আসল কারণ জানার চেষ্টা চলছে।’
শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষ্যে রবিবার থেকেই সিদ্ধেশ্বরনাথ মন্দিরে ভিড় জমাতে থাকেন পুণ্যার্থী এবং কাঁওয়ার যাত্রীরা। রাত সাড়ে ১১টা নাগাদ আচমকা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারান সাতজন পুণ্যার্থী। আহত হন ১৬ জন। আহতদের তড়িঘড়ি মুকুন্দপুরের একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পরেই ছড়ে দেওয়া হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা