দেশ

সংরক্ষণ ইস্যুতে মারাঠা নেতার সঙ্গে বৈঠক শারদের

পুনে: বিধানসভা ভোটের আগে মারাঠা সংরক্ষণ ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে মহারাষ্ট্রের রাজনীতি। রবিবারই বরসির জনসভায় যোগ দিতে যাওয়ার পথে মারাঠা আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন এনসিপি (এসপি) প্রধান শারদ পাওয়ার।  ওবিসি তালিকায় মারাঠা সংরক্ষণের দাবিতে বিক্ষোভকারীরা শারদকে এব্যাপারে তাঁর অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছিল। এরপর সোমবার শারদ বৈঠক করলেন মারাঠা ক্রান্তি লোক ঠোক মোর্চা নেতা রমেশ কেরে পাতিলের সঙ্গে।  পাতিলও মারাঠা সংরক্ষণ ইস্যুতে শারদকে অবস্থান স্পষ্ট করার আর্জি জানিয়েছেন। বিষয়টি নিয়ে অবশ্য সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছেন শারদ। নিজের বাসভবনে মারাঠা নেতাদের সঙ্গে বৈঠকের পর শারদ মারাঠা-ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিতর্কের নিষ্পত্তির জন্য সর্বদলীয় বৈঠক ডাকার জন্য মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের কাছে আর্জি জানিয়েছেন। এদিকে, শারদের সঙ্গে পাতিলের বৈঠকের কড়া সমালোচনা করেছেন মারাঠা সমাজকর্মী মনোজ জারাঙ্গে। এই ইস্যুতে তিনি একইসুরে শারদ ও বিজেপিকেও নিশানা করেছেন। তাঁর দাবি, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও অন্যান্য বিজেপি নেতারা মারাঠা সম্প্রদায়ের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। কিন্তু তাঁদের সেই চেষ্টা সফল হবে না। পাওয়ারের সঙ্গে পাতিলের বৈঠককেও মারাঠাদের মধ্যে বিভাজন ধরানোর একটা ‘কৌশল’ বলে মন্তব্য করেছেন জারাঙ্গে।
বৈঠকের পর মারাঠা স্ট্রংম্যান জানান, পাতিলের কাছ থেকে তিনি একটি স্মারকপত্র গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। তিনি কোটা বিতর্ক নিয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠকের প্রস্তাব দিয়েছেন। জারাঙ্গে সহ সংশ্লিষ্ট সবাইকে ওই বৈঠকে ডাকা উচিত বলে মন্তব্য করেছেন শারদ। তিনি আরও বলেছেন, এক্ষেত্রে সুপ্রিম কোর্ট সংরক্ষণের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে। ফলে এব্যপারে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে হবে।
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা