দেশ

হিন্ডেনবার্গের রিপোর্ট খারিজ সেবি চেয়ারপার্সনের,  উদ্দেশ্যপ্রণোদিত বলল আদানি গোষ্ঠী

নয়াদিল্লি:  হিন্ডেনবার্গ ২.০।  মার্কিন শর্ট সেলার সংস্থার দ্বিতীয় রিপোর্ট ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। এবার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারপার্সন মাধবী পুরি বুচ ও তাঁর স্বামী ধবল বুচকে নিশানা করেছে হিন্ডেনবার্গ। নতুন রিপোর্টে মাধবীর বিরুদ্ধে আদানি গোষ্ঠীর সঙ্গে ব্যবসায়িক লেনদেনের অভিযোগ তুলেছে মার্কিন শর্ট সেলার সংস্থা। এই যোগসূত্র থাকার কারণেই সেবি আদানির বিরুদ্ধে তদন্তে হাত গুটিয়েছিল বলেও দাবি করা হয়েছে। শনিবার হিন্ডেনবার্গের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সুর চড়িয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এরইমধ্যে রবিবার হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন মাধবী ও তাঁর স্বামী । আদানি গোষ্ঠীও মাধবীর সঙ্গে কোনও ধরনের বাণিজ্যিক সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে। 
যদিও বিরোধীরা সুর নরম করতে নারাজ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, দেশের ছোট ও মাঝারি লগ্নিকারীরা সেবির ভরসাতেই তাঁদের কষ্টার্জিত অর্থ শেয়ার বাজারে লগ্নি করেন। এজন্য যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) তদন্তই হবে উপযুক্ত পদক্ষেপ। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, আদানির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে মাধবীর নেতৃত্বাধীন সেবির তদন্তের বিশ্বাসযোগ্যতা আর কোথায় থাকল? এরসঙ্গে তো পুরোপুরি তদন্তকারীর স্বার্থ জড়িয়ে। অন্যদিকে, বিজেপি সেবি প্রধানের বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগকে ভারতে আর্থিক বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরির ষড়যন্ত্র বলে দাবি করেছে। বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেছেন, কংগ্রেস ও বিরোধী দলগুলির এই চক্রান্তের সঙ্গে যুক্ত। পুরোটাই সেবিকে খাটো করে দেখানোর চেষ্টা। 
 হিন্ডেনবার্গের অভিযোগ, মাধবী ও তাঁর স্বামীর বারমুডা এবং মরিশাসে বেনামি বিদেশি ফান্ডে অংশীদারিত্ব রয়েছে। আদানি গোষ্ঠীর শেয়ার দর ফুলিয়ে-ফাঁপিয়ে দেখাতে ওই ফান্ডগুলিই ব্যবহার করেছিলেন সংস্থার কর্ণধার গৌতম আদানির দাদা বিনোদ আদানি। অভিযোগ খারিজ করে মাধবী ও তার স্বামী এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমাদের জীবন ও আর্থিক লেনদেন খোলা বইয়ের মতো। সেবি যে সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, সেই হিন্ডেনবার্গ রিসার্চ চরিত্রহননের চেষ্টা করছে। আমাদের যাবতীয় আর্থিক নথি প্রকাশ্যে আনতে কোনও দ্বিধা নেই। এমনকী আমরা যখন সরকারি পদে ছিলাম না, তখনকার নথিও যে কোনও কর্তৃপক্ষ খতিয়ে দেখতে পারে।’ 
অন্যদিকে,আদানি গোষ্ঠীও হিন্ডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে সুর চড়িয়েছে। তারা বলেছে, এই রিপোর্ট বিদ্বেষপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আবার তোলা হয়েছে, বিস্তারিত তদন্তে সেগুলি আগেই ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। ২০২৩ সালের মার্চে সুপ্রিম কোর্টও অভিযোগগুলি খারিজ করে দিয়েছে। 
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৬.১২ টাকা১০৯.৮৭ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা