দেশ

মূল্যবৃদ্ধির নিরিখেই জমি-বাড়ি বিক্রিতে কর, সংশোধনী সহ লোকসভায় পাশ হল অর্থবিল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভায় লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের সংশোধনী সহ পাশ হয়ে গেল অর্থবিল। সংশোধনীতে পুরনো ইনডেক্সশেসন ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে। এখন থেকে নতুন ও পুরনো ব্যবস্থা কার্যকর থাকবে। পুরনো ব্যবস্থায় করের হার থাকছে ২০ শতাংশ ও নতুন ব্যবস্থায় তা হবে ১২.৫ শতাংশ। চলতি বছরের ২৩ জুলাইয়ের আগে কেনা সম্পত্তির ক্ষেত্রে কোনও ব্যক্তি বা হিন্দু অভিবক্ত পরিবার নতুন বা পুরনো ব্যবস্থার একটি সুযোগ নিতে পারেন। বুধবার এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এদিন স্বাস্থ্য ও জীবন বিমায় ১৮ শতাংশ জিএসটি নিয়েও তীব্র বাদানুবাদ হয়। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নীতিন গাদকারির চিঠির প্রসঙ্গ উত্থাপন করে নির্মলা বলেন, একজন ওই কর প্রত্যাহারের বিষয় চিঠি দিয়েছিলেন। তারপরই হইচই শুরু করেছে বিরোধীরাও। কিন্তু এটা জেনে রাখা ভালো জিএসটি চালুর আগে থেকেই স্বাস্থ্যবিমায় কর ছিল। আর বিমায় ১৮ শতাংশ কর কেন্দ্র নেয় না। এটা নয় শতাংশ করে কেন্দ্র ও রাজ্য নিয়ে থাকে। এরপরও কেন্দ্রের ভাগ থেকে অর্থ পায় রাজ্যগুলি। তাই বিরোধী দলগুলি বরং কাউন্সিল বৈঠকে রাজ্যের কর প্রত্যাহারের অনুরোধ করুক। এসব শুনেই পাল্টা প্রতিবাদে সরব হন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে খানিক বচসাও হয় সীতারামনের। 
অর্থবিলের আলোচনায় কল্যাণবাবু প্রশ্ন তোলেন, সব কিছুতেই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে বলে কেন দাবি করবে? পশ্চিমবঙ্গ সহ মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লির মতো আট রাজ্য থেকেই সবচেয়ে বেশি জিএসটি আদায় করে কেন্দ্র। ফলে রাজ্যর অবদানকেই উল্লেখ করা উচিত। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যকে স্রেফ নরেন্দ্র মোদি দিচ্ছেন বলে দাবি করেন। রাজ্যসভাতেও এই ইস্যতে সরব হন ডেরেক ও’ব্রায়েন এবং জহর সরকার। 
মঙ্গলবার রাজ্যসভায় ব্যাঙ্কগুলির ন্যূনতম ব্যালান্স না রাখতে পারলে জরিমানা আদায় নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালা। তাঁর প্রশ্ন ছিল, এভাবে সাধারণ মানুষের থেকে সরকারি ব্যাঙ্ক জোর করে টাকা আদায় কেন করছে? এটা তো তোলাবাজির সমান! অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অবশ্য কোনও আশাব্যঞ্জক প্রতিশ্রুতি অথবা নীতিবদলের বার্তা দেননি। তাঁর সাফাই, গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরকম জরিমানা ধার্য করা হয় না। অর্থাৎ জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই নিয়ম। তবে অন্য সব ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। প্রসঙ্গত, ব্যাঙ্কের অ্যাকাউন্টে  ন্যূনতম ব্যালান্স না থাকার অপরাধে পাঁচ বছরে সাড়ে ৮ হাজার কোটি টাকা আদায় করেছে তাবৎ সরকারি ব্যাঙ্ক। এদিকে, আজ বৃহস্পতিবার মূল্যবৃদ্ধি ইস্যুতে সংসদ ভবনের প্রধান ফটক মকর দ্বারের সামনে ধর্না-বিক্ষোভ দেখাবে ইন্ডিয়া জোট। আজ পুরনো সংসদ ভবনের ‘সেন্ট্রাল হলে’ বৈঠক করার কথা ছিল ইন্ডিয়া জোটের। তবে অন্য অনুষ্ঠান থাকায় সেন্ট্রাল হলে ইন্ডিয়া বৈঠকের অনুমতি মেলেনি বলে অভিযোগ।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা