দেশ

এনসিইআরটির বইয়ে সংবিধানের প্রস্তাবনা নেই, অভিযোগ খাড়্গের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এনসিইআরটির পাঠ্যপুস্তক নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণ নেই। এর আগে এনসিইআরটির পাঠ্যপুস্তক অমিল থাকার অভিযোগ উঠেছিল। এবার অভিযোগ, এনসিইআরটির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে সংবিধানের প্রস্তাবনাই। বুধবার সংসদে বিষয়টি তুলে সরব হল বিরোধীরা। এদিন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে সংবাদমাধ্যমের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, পাঠ্যবই থেকে সংবিধানের প্রস্তাবনা বেমালুম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এ সরকার সর্বতোভাবে দেশের সংবিধান নিয়ে ছেলেখেলা করতে চাইছে। এর প্রতিবাদে অবশ্য সোচ্চার হন বিজেপি এমপিরা। কংগ্রেস ভুল তথ্য দিচ্ছে বলে অভিযোগ করে বিজেপি। 
রাজ্যসভার নেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেন, যদিও আমি বইটি এখনও দেখিনি, তবুও দায়িত্ব নিয়ে বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সংবিধানকে যতটা সম্মান দিয়েছে, তেমন আর কোনও সরকার দেয়নি। ফলে প্রস্তাবনা নিয়ে এমন ছিনিমিনি খেলার প্রশ্নই ওঠে না। সংবিধানের প্রস্তাবনা রক্ষা করা হয়েছে এবং ভবিষ্যতেও তা করা হবে। সংবিধানের যত অপমান হয়েছে, তা কংগ্রেস করেছে। পরে রাজ্যসভাতেই এ ব্যাপারে মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এনসিইআরটির ক্লাস সিক্সের পাঠ্যবই প্রকাশিত হয়েছে। সেখানে সংবিধানের প্রস্তাবনা তো আছেই। পাশাপাশি গণতান্ত্রিক কর্তব্য, অধিকার, ন্যাশনাল অ্যান্থেমের মতো যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত আছে। 
পরে সংসদ ভবন চত্বরে দুই কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার এবং জয়ন্ত চৌধুরীকে পাশে নিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, রাজ্যসভায় যিনি বিরোধী দলনেতার মতো একটি সম্মানজনক পদে রয়েছেন, তাঁর কাছ থেকে আরও দায়িত্বপূর্ণ মন্তব্য আশা করা যায়। কিন্তু তিনি বিভ্রান্ত করছেন। গোটা দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এনসিইআরটি-ও জানিয়েছে, এমন অভিযোগের কোনও ভিত্তি নেই। কোনও সারবত্তা নেই। ২০২০ 
সালের জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়েই সব করা হচ্ছে। সংবিধানের প্রস্তাবনা সহ এ সংক্রান্ত যাবতীয় বিষয়ও এনসিইআরটির পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন লোকসভাতেও বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা