দেশ

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে সরে দাঁড়ালেন রেখা শর্মা

নয়াদিল্লি: মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে সরে দাঁড়ালেন রেখা শর্মা। এই সুদীর্ঘ সময়ে বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। ৬০ বছর বয়সি রেখা ২০১৮ সালের ৭ আগস্ট জাতীয় মহিলা কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে অবশ্য ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। ২০১৫ সালে আগস্ট থেকেই তিনি অবশ্য সদস্য হিসেবে জাতীয় মহিলা কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালে তাঁর কার্যকালের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় মোদি সরকার। মঙ্গলবার তাঁর মেয়াদ শেষ হয়। রেখা জানিয়েছেন, ‘এই দীর্ঘ ন’বছর আমার জীবন ছিল রোলার-কোস্টার রাইডের মতো। সাধারণ পরিবার থেকে উঠে এসে এই জায়গায় পৌঁছনো, সত্যিই খুব বিরাট ব্যাপার।’ চেয়ারপার্সন হিসেবে দু’টি টানা মেয়াদ পূর্ণ করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যদিও, জাতীয় কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালনের সময়ে বারেবারেই তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত, শাসকদলের প্রতি তাঁর পক্ষপাতিত্ব নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার নিয়ে তিনি উদাসীন ছিলেন বলে বারেবারেই অভিযোগ উঠেছে। বিশেষত, মণিপুরে নারী নির্যাতন নিয়ে মুখ বন্ধ রাখায় তাঁকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়। তবে রেখা বলেছেন, দায়িত্ব পালনের সময়ে মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা তিনি পেয়েছেন, তা তাঁর বাকি জীবনের পাথেয় হয়ে থাকবে। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা