দেশ

অশান্ত বাংলাদেশ, লোকসানের মুখে কাশ্মীরের আপেল চাষিরা

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: প্রবল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সেনার নিয়ন্ত্রণে থাকলেও এখনও অশান্তি অব্যাহত বাংলাদেশে। আর এই অস্থির অবস্থার প্রভাব পড়েছে কাশ্মীরের আপেল চাষিদের উপর। নানা প্রজাতির কাশ্মীরি আপেলের বড় বাজার রয়েছে বাংলাদেশে। প্রতিবছর সেদেশে বিপুল পরিমাণ আপেল রপ্তানি করে লাভের মুখ দেখেন চাষিরা। কিন্তু বর্তমানে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে আপেল রপ্তানি কার্যত অসম্ভব। সেই তাতেই মাথায় হাত চাষি, পাইকারি বিক্রেতাদের। এনিয়ে সোপর ফল মান্ডির সভাপতি ফয়জ আহমেদ মালিক জানান, সপ্তাহ খানেকের মধ্যেই সোপর মান্ডি থেকে নানা প্রজাতির আপেল বিক্রি শুরু হবে। এই সময় সাধারণত বাংলাদেশ থেকেই প্রচুর ক্রেতা আসেন। কিন্তু এই পরিস্থিতিতে আর আপেল বিক্রি করা সম্ভব নয়। যতদিন না ওখানকার পরিস্থিতি ঠিক হচ্ছে, ততদিন আর কোনও আপেল রপ্তানি করা যাবে না। কয়েকদিন আগে ৮-১০ ট্রাক আপেল পাঠানো হয়েছিল। কিন্তু মাঝপথেই ফেরাতে হয়। আগস্ট থেকে অক্টোবর। মূলত এই সময় বাংলাদেশে আপেল রপ্তানি করা হয়। প্রতি বছর শুধুমাত্র বাংলাদেশেই ৭০ শতাংশের বেশি আমেরিকান আপেল পাঠানো হয়। পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, এই মরশুমে প্রতিদিন গড়ে ৩০টির বেশি আপেলের ট্রাক বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা