দেশ

বাংলাদেশ থেকে বিশেষ বিমানে ভারতে পৌঁছলেন ৪০০ জনেরও বেশি যাত্রী

নয়াদিল্লি (পিটিআই): অবশেষে স্বস্তি! অশান্ত বাংলাদেশ থেকে যাত্রীদের ভারতে ফেরাতে বিশেষ উড়ানের ব্যবস্থা করেছিল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এরফলে ৪০০-র বেশি যাত্রী ঢাকা থেকে ভারতে আসতে পেরেছেন। এর মধ্যে মঙ্গলবার রাত একটায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ২০৫ জন যাত্রীকে নিয়ে ঢাকা থেকে নয়াদিল্লিতে পৌঁছয়। যাত্রীদের মধ্যে ছিল ছ’টি শিশু। জানা গিয়েছে, ওইদিনই বেশি রাতে অত্যন্ত কম সময়ের নোটিসে এয়ার ইন্ডিয়ার এ-৩২১ নিও বিমানটি পাঠানো হয় ঢাকায়। রাতে ঢাকায় বিমান চলাচলের ক্ষেত্রে কিছু পরিকাঠামোগত সমস্যা থাকা সত্ত্বেও এক্ষেত্রে ঝুঁকি নেওয়া হয়। 
এই বিমানেই দিল্লিতে এসেছেন বাংলাদেশের নাগরিক তনভির খান। তিনি সিলেটের বাসিন্দা। কর্মসূত্রে দিল্লিতে আসা তনভির জানালেন, ‘আগামী দিনে আমরা আরও নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আশা করি, যা হবে ভালোর জন্যই হবে। তবে, সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নানারকম খবর বেরচ্ছে। কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তা ঠিক বুঝতে পারছি না।’ তারপরই মুখ খুললেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে। বললেন, ‘কাজের জন্যই আমরা ওঁকে (হাসিনাকে) ভালোবেসেছি। বাংলাদেশের উন্নয়নে ওঁর যথেষ্ট অবদান রয়েছে।’ সেদেশের অপর এক যাত্রী কাজি আবদুল্লা হাকিম চিকিৎসার জন্য ভারতে এসেছেন। এরফাঁকে বন্ধুদের সঙ্গে দেখাও করবেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে তাঁর মন্তব্য, ‘মোটামুটি সব ঠিকই আছে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে।’ 
ভারতীয়দের দেশে ফেরাতে মঙ্গলবার ঢাকা থেকে কলকাতা পর্যন্ত একটি বিশেষ উড়ানের ব্যবস্থা করেছিল ইন্ডিগো। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য ঢাকা বিমানবন্দরকে সাময়িক বন্ধ রাখা হয়। ৬ আগস্ট ইন্ডিগোর ৬ই-৮৫০৩ উড়ানটি ভারতীয়দের নিয়ে ঢাকা থেকে কলকাতায় আসে। উড়ানটিতে ২০০-র বেশি যাত্রী ছিলেন।  ভারত ও বাংলাদেশের মধ্যে উড়ান পরিষেবা দ্রুত স্বাভাবিক হবে বলেই দাবি করা হয়েছে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা