বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আধার কার্ড নাগরিকত্বের প্রামাণ্য নথি নয়, পর্যবেক্ষণ  হাইকোর্টের প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আধার কার্ড নাগরিকত্বের কোনও প্রামাণ্য নথি নয়। এটি এক ধরনের পরিচয়পত্র হলেও আবাসিক বা নাগরিকত্বের নথি নয়।’ মঙ্গলবার আধার বাতিল নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার শুনানিতে পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। 
রাজ্যে হঠাৎ করে বহু মানুষের আধার কার্ড বাতিল হয়ে যাওয়াকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। মূলত আধার আইনের ২৮এ ধারা বাতিলের দাবিতে মামলা করেছিল এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম। তাদের আইনজীবী ঝুমা সেনের দাবি ছিল, আধার আইনের যে ধারা, অর্থাৎ ২৮এ-কে কার্যকর করে আধার বাতিল করা হয়েছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। আইনের এই ধারায় পাসপোর্ট আইনে বিদেশি নাগরিকদের কথা বলা হয়েছে। ২০১৬ সালের আধার আইনে এই ধারা ছিল না। ২০২৩ সালে তা সংযুক্ত করা হয়েছে। বকলমে এই ধারার মাধ্যমেই নাগরিকত্ব যাচাইয়ে আধার কর্তৃপক্ষকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, যা সংবিধান বিরোধী। এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য পরিচয়পত্র হিসেবে আধার গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই। 
মামলাটির ফের শুনানি হবে আজ বুধবার। তবে এই মামলায় কেন্দ্র আগেই হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে, দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই আধার কার্ড বাতিল করা হয়েছে। যে সমস্ত ব্যক্তির কাছ থেকে এদেশের নাগরিক হওয়ার মতো পর্যাপ্ত নথি মেলেনি, তাদের আধার বাতিল করা হচ্ছে। এদেশে বেআইনিভাবে থেকে যাওয়া বিদেশি নাগরিকদের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। 
6Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা