দেশ

ভুয়ো কার্ডের শীর্ষে যোগী রাজ্য ১০০ দিনের কাজ নিয়ে তথ্য গ্রামোন্নয়ন মন্ত্রকের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের নির্দেশ মানা হয়নি বলেই ‘মহাত্মা গান্ধী নারেগা’য় পশ্চিমবঙ্গের টাকা তিন বছর ধরে আটকে রাখা হয়েছে বলে সংসদে গত সপ্তাহে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। অভিযোগ, বাংলায় ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে। ভুয়ো কার্ড ব্যবহার করা হয়েছে, কাজ না করেও অর্থ খরচ দেখানো হয়েছে ইত্যাদি। আর এখানেই উঠছে প্রশ্ন, জাল বা ভুয়ো কার্ড ধরা পড়েছে খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে। গত পাঁচ বছরে সংখ্যাটা হল, ৭ লক্ষ ৮ হাজার ১৮২। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ৩৭ লক্ষ ৭৪ হাজার ১৬০। অসমে ৮ লক্ষ ৬৬ হাজার ৩৯৮। ছত্তিশগড় ১৪ লক্ষ ২৯ হাজার ৩৭২। 
এমনকী ছোট পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডেও ভুয়ো বা অকেজো এই যুক্তিতে বাতিল হয়েছে ২ লক্ষ ৬১ হাজার ৪৬৮টি জব কার্ড। এ ব্যাপারে দেশের শীর্ষে ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশ। সেখানে বাতিল হয়েছে ৯১ লক্ষ ৪২ হাজার ৮৭৬ টি নারেগার জব কার্ড। গত পাঁচ বছরে গোটা দেশে বাতিল হয়েছে ৪ কোটি ৪৩ লক্ষ ৪ হাজার ৬৬১টি কার্ড। কংগ্রেসের লোকসভার সদস্য মানিক্কম ঠাকুর, অমর সিং সহ আট সাংসদের যৌথ প্রশ্নের জবাবে এমনই লিখিত জবাব দিয়েছেন গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসোয়ান। 
তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, সেখানে প্রায় সব রাজ্য থেকেই ভুয়ো বা অযোগ্য বলে নারেগার কার্ড বাতিল হয়েছে, সেখানে স্রেফ বাংলার টাকাই কেন আটকে রাখা হবে? যেখানে সংসদে দেওয়া সরকারেরই জবাব বলছে, গত পাঁচ বছরে বাংলায় বাতিল হয়েছে ২৪ লক্ষ ৫ হাজার ৮৫৯ টি জব কার্ড। গত সপ্তাহে সংসদেই সরকার সৌগত রায়, মালা রায়, দীপক অধিকারী (দেব), কংগ্রেসের কে সুরেশের প্রশ্নে জানিয়েছিল, একমাত্র পশ্চিমবঙ্গকেই নারেগায় গত তিন বছর কোনও টাকা দেওয়া হয়নি। 
ফলে মঙ্গলবার কার্ড বাতিলের তথ্য সামনে আসতেই সরব হয় তৃণমূল। ডেরেক ও’ব্রায়েন বলেন, বাংলায় ভোটে হারার প্রতিশোধ নিতেই যে কেন্দ্র টাকা আটকে রেখেছে তা প্রমাণ হয়ে যাচ্ছে। কেন বকেয়া মেটানো হচ্ছে না? কলকাতায় তৃণমূল নেতা কুণাল ঘোষ ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, কেন বাকি রাজ্যগুলির অর্থ আটকানো হয়নি? দিল্লির উচিত এখনই বাংলার প্রাপ্য মেটানো। স্রেফ ১০০ দিনের কাজই নয়। ন্যাশনাল হেলথ মিশনে স্বাস্থ্যকেন্দ্রের রঙ কেন্দ্রের কথা মতো না করায় ৮৩০ কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে? 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা