দেশ

খাঁচায় টিয়ার ছটফটানিতে বিপদের আঁচ, রক্ষা পরিবার-প্রতিবেশীদের

তিরুবনন্তপুরম: খাঁচার পাখি আগাম টের পেয়েছিল ভূমিধসের। পালক খসিয়ে সাবধান করে দিয়েছিল মালিককে! কেরলের ওয়েনাড়ের অভিশপ্ত দিনে চুরালমালার বাসিন্দা কেএম বিনোদের পরিবারকে বাঁচিয়ে দিয়েছিল পোষ্য টিয়াপাফির অদ্ভূত আচরণ। বছর খানেক আগে পাখিটিকে এনেছিলেন বিনোদ। নাম রেখেছিলেন ‘কিঙ্গিনি’।  বিপর্যয়ের আগে আচমকাই কিঙ্গিনি খাঁচার মধ্যে ছটফট করতে শুরু করে। সঙ্গে কান ফাটানো চিৎকার। ডানার ঝাপটায় যেন খাঁচা ভেঙে ফেলার উপক্রম। বেশ কয়েকটি পালকও খসে পড়ল। কিঙ্গিনির এই আচরণে অবাক হয়ে যান বিনোদ ও তাঁর বাড়ির লোকজন। পাড়া প্রতিবেশীদেরও বিষয়টি জানান। এর আগেই একপ্রস্ত ভূমিধসের সাক্ষী ছিল চুরালমালা। তবে অক্ষত ছিল বিনোদের পাড়া। প্রতিবেশীরা সব শুনে  ‘অমঙ্গলের আশঙ্কায়’ বিনোদকে বাড়ি ছেড়ে যেতে বলেন। তাঁরাও অন্যত্র চলে যান। ভাগ্যিস চলে গিয়েছিলেন। নাহলে এবারের ধসে আর রক্ষে ছিল না।  বিনোদ এখন বলছেন, ‘ভাগ্যিস কিঙ্গিনি এভাবে সতর্ক করে দিয়েছিল। তাই প্রাণে বাঁচলাম।’ 
বিধ্বংসী ভূমিধসের পর কেটে গিয়েছে এক সপ্তাহ। ওয়েনাড়ে এখনও বহু মানুষ নিখোঁজ। এরমধ্যেই শুরু হয়েছে এলাকা পুনর্গঠনের কাজ।  এরইমধ্যে স্কুলগুলিতে পঠনপাঠন শুরু করার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বহু স্কুলই হয়ে উঠেছে ত্রাণশিবির। এই অবস্থায় মঙ্গলবার কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবকুট্টি বলেন, ১০ থেকে ২০ দিনের মধ্যে পঠনপাঠন শুরু হবে। এদিন এব্যাপারে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা সারেন শিবকুট্টি। 
মন্ত্রী জানিয়েছেন, পঠনপাঠন শুরুর আগে স্কুলগুলিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। পানীয় জলের ব্যবস্থা সহ সমস্ত পরিকাঠামো তৈরির পরেই স্কুল খোলা হবে বলে তিনি জানিয়েছেন। ওয়েনাড়ে যাতে দ্রুত পঠনপাঠন শুরু হয়, তার জন্য কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন স্বয়ং আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। জেনারেল এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়েছে, ওয়েনাড়ের প্রাকৃতিক বিপর্যয়ে ৩৬ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। নিখোঁজ ১৭ জন। ৫ জনের চিকিৎসা চলছে। ৩১৬ জন বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে। এছাড়াও, ২৭৬ জন পড়ুয়ার বই খোওয়া গিয়েছে। ৪৩৮ জন পড়াশোনার সরঞ্জাম হারিয়েছে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা