দেশ

বিশ্বের সবথেকে ধনী ভিক্ষুক থাকেন ভারতেই, ৭.৫ কোটির সম্পত্তির মালিক

নয়াদিল্লি: ‘ভিক্ষুক’ শব্দটি শুনলে সবার আগে সকলের চোখের সামনে ফুটে ওঠে হতদরিদ্র শ্রেণির ছবি। ছেঁড়া-ফাটা পোশাক পরা, ঝুপড়িতে থাকা ব্যক্তিই এদেশে ভিক্ষাবৃত্তির চেনা চিত্র। কিন্তু, আধুনিক যুগে পাল্টে গিয়েছে ভিক্ষাবৃত্তির এই আবহ। অবস্থা এমন যে, একজন ভিক্ষুকের আয় দাঁড়িয়েছে কম বেতনের চাকুরিজীবীর চেয়ে বেশি! যদি বলা হয়, কোনও ভিক্ষুকের সম্পত্তির পরিমাণ ৭ কোটি টাকার কম নয়, তবে অনেকরই চোখ হয়তো কপালে উঠবে। কেউ কেউ হয়তো সন্দেহও প্রকাশ করবেন। কিন্তু এ একেবারে খাঁটি সত্যি। ৭.৫ কোটির সম্পত্তির মালিক এক ‘ভিক্ষুক’ থাকেন ভারতেই। মুম্বইয়ে দুই দু’টি ফ্ল্যাট রয়েছে তাঁর নামে।
এই ভিক্ষুকের নাম ভরত জৈন। তিনি ভারত তথা বিশ্বের সর্বাপেক্ষা ধনী ভিক্ষুক। ভিক্ষাবৃত্তিকে রীতিমতো লাভজনক পেশা করে তুলেছেন তিনি। ছোটবেলায় আর্থিক কষ্টের জন্য পড়াশোনা বেশিদূর করতে পারেননি ভরত। কিন্তু বর্তমানে আর্থিক ভাবে তিনি যথেষ্ট শক্তিশালী। তাঁর দুই সন্তানই উচ্চ শিক্ষিত। ভিক্ষাবৃত্তি থেকে তাঁর মাসিক উপার্জন প্রায় ৬০-৭৫ হাজার টাকা। যা কিনা দেশের চাকুরিজীবীদের গড় বেতনের থেকে অনেকটাই বেশি।
অর্থ উপার্জনের পাশাপাশি, সেই অর্থকে বুদ্ধিমতো বিনিয়োগও করেছেন ভরত। মুম্বইতে দু’টি ফ্ল্যাট কিনেছেন তিনি। একইসঙ্গে, থানেতে  দু’টি দোকান কিনে ভাড়াও দিয়ে রেখেছেন। সেই দোকান থেকে তাঁর ভাড়া বাবদ আয় প্রায় মাসে ৩০ হাজার টাকা। জানা গিয়েছে, ছত্রপতি শিবাজী টার্মিনাস ও আজাদ ময়দানের মতো এলাকায় ভিক্ষাবৃত্তি করেন ভরত। যা থেকে তিনি আয় করেন বহু চাকুরিজীবীদের থেকেও বেশি।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা