দেশ

পিপিএফ-রেকারিংয়ে কম সুদ দিচ্ছে কেন্দ্র, বলছে রিজার্ভ ব্যাঙ্কই

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: মূল্যবৃদ্ধির চড়া আঁচ থেকে কিছুতেই রেহাই মিলছে না। তবে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান আমানতের উপর সুদের হার কিছুটা বৃদ্ধি করায় কিছুটা সুরাহা মিলেছে আম জনতার। কেন্দ্রের হাতে যে ক’টি সঞ্চয় প্রকল্প আছে, সেগুলির সিংহভাগ ক্ষেত্রেই গত কয়েক মাসে সুদের হার বেড়েছে। ব্যতিক্রম পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। স্বল্প সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় এই স্কিমে সুদের হার বাড়েনি দীর্ঘদিন। আটকে আছে ৭.১ শতাংশেই। এবার এনিয়ে কেন্দ্রকে কার্যত তোপ দাগল আরবিআই। সাম্প্রতিক বুলেটিনে তারা জানাচ্ছে, পিপিএফ এবং পাঁচ বছরের রেকারিং ডিপোজিট স্কিমে কম সুদ দেওয়া হচ্ছে। 
কিষান বিকাশপত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মেয়াদি আমানতের মতো সরকারি স্কিমগুলি ডাকঘর এবং ব্যাঙ্কের মাধ্যমে বিক্রি হয়। এগুলি নিয়ন্ত্রণ করে অর্থমন্ত্রক। এই স্কিমগুলিতে প্রতি তিন মাস অন্তর সুদ ঘোষণা করা হয়। বর্তমানে সবচেয়ে বেশি সুদ পাচ্ছেন প্রবীণ নাগরিকরা  (বার্ষিক ৮.২ শতাংশ)। একই সুদের হার রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও। এছাড়া, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭, এমআইএসে ৭.৪, পাঁচ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ সুদ মিলছে। কিন্তু পিপিএফের ক্ষেত্রে সুদের হার ৭.১ শতাংশ এবং পাঁচ বছরের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে তা ৬.৭ শতাংশ। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই হারেই সুদ মিলবে বলে জানিয়েছে কেন্দ্র।
কীসের ভিত্তিতে এই সুদ নির্ধারিত হয়? এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর শ্যামলা গোপীনাথকে মাথায় রেখে একটি কমিটি গড়া হয়। সেই কমিটি জানায়, সরকারি লগ্নিপত্রের সুদের সঙ্গে সামঞ্জস্য রেখে তিন মাস অন্তর সুদ ঘোষণা করতে হবে। সেই প্রসঙ্গ টেনে বুলেটিনে রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ে সুদের হারের বদল আনেনি কেন্দ্র। সুদের যে হার চালু রয়েছে, তার সঙ্গে সরকারি লগ্নিপত্রের সুদের হার সম্পর্কিত ‘ফর্মুলা’র সামঞ্জস্য রয়েছে। কিন্তু রেকারিং ডিপোজিট এবং পিপিএফের ক্ষেত্রে তা হয়নি। এই দু’টি স্কিমে সুদের হার কম। অর্থাৎ স্বল্প সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় দু’টি স্কিমের  সুদের হারে মোদি সরকার দেশবাসীর সঙ্গে কার্যত বঞ্চনা করে চলেছে বলে বুঝিয়ে দিয়েছে খোদ আরবিআই।
তবে সুদের হার নির্ধারণে রিজার্ভ ব্যাঙ্কের নিয়মকে যে কেন্দ্র থোড়াই কেয়ার করে, তা আগেই স্পষ্ট হয়েছে। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে পিপিএফে সুদের হার আট শতাংশে নিয়ে গিয়েছিল মোদি সরকার। ভোট মিটতেই তা ধাপে ধাপে কমানো হয়। ২০২০-২১ অর্থবর্ষের গোড়ায় ৭.১ শতাংশে নেমে আসে সুদের হার। চলতি বছর লোকসভা ভোটের আগে ফের সুদবৃদ্ধিতে সায় দেয় কেন্দ্র। কিন্তু সেক্ষেত্রেও ব্রাত্য ছিল পিপিএফ। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা